নারায়ণগঞ্জ শহরের খানপুরের ক্রীড়াঙ্গনে আবারও বেজে উঠছে ফুটবলের বাঁশি। টানা ৬ বছর ধরে সফলভাবে আয়োজনের পর এবার সপ্তম আসরে পদার্পণ করছে জনপ্রিয় “খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ” (KFPL)। আসছে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এ আসর। যেখানে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা আর দারুণ সব চমক।

 

প্রতিবারের মতো এবারে অংশ নিচ্ছে ৮টি সেরা দল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো – Football jiants, Great One, King Squad, Thunder Attack সহ আরো শক্তিশালী দল। প্রতিটি দলই সমর্থক আর ভক্তদের প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে মাঠে নামবে, আর তাই প্রতিটি ম্যাচই হবে একেকটি ফাইনালের মতো।

 

স্থানীয় ফুটবলপ্রেমীদের কাছে KFPL শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি একটি উৎসব। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাজারো দর্শকে, যারা উল্লাস আর সমর্থনে ভরিয়ে তোলেন খেলোয়াড়দের মনোবল। আর এই সিজন ৭-এ আয়োজক কমিটি জানিয়েছে, থাকছে এমন সব নতুন আয়োজন ও চমক যা আগে কেউ ভাবেনি। ফলে সমর্থকদের জন্য এবারের আসর হতে যাচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর।

 

খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ কেবল খেলার প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রতিভাদের স্বপ্ন পূরণের মঞ্চ। এখান থেকে অনেক খেলোয়াড় স্থানীয় পর্যায়ে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। আয়োজকরা আশাবাদী, এবারের আসরও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।

 

২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর—টানা তিন দিন ধরে খানপুর মেতে উঠবে ফুটবল উৎসবে। দর্শকদের কাছে আহ্বান, প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে আসুন এবং একসাথে উপভোগ করুন খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ সিজন ৭-এর মহোৎসব।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সদর ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু