শুরু হচ্ছে খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ সিজন-৭
Published: 1st, September 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের খানপুরের ক্রীড়াঙ্গনে আবারও বেজে উঠছে ফুটবলের বাঁশি। টানা ৬ বছর ধরে সফলভাবে আয়োজনের পর এবার সপ্তম আসরে পদার্পণ করছে জনপ্রিয় “খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ” (KFPL)। আসছে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এ আসর। যেখানে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা আর দারুণ সব চমক।
প্রতিবারের মতো এবারে অংশ নিচ্ছে ৮টি সেরা দল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো – Football jiants, Great One, King Squad, Thunder Attack সহ আরো শক্তিশালী দল। প্রতিটি দলই সমর্থক আর ভক্তদের প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে মাঠে নামবে, আর তাই প্রতিটি ম্যাচই হবে একেকটি ফাইনালের মতো।
স্থানীয় ফুটবলপ্রেমীদের কাছে KFPL শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি একটি উৎসব। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাজারো দর্শকে, যারা উল্লাস আর সমর্থনে ভরিয়ে তোলেন খেলোয়াড়দের মনোবল। আর এই সিজন ৭-এ আয়োজক কমিটি জানিয়েছে, থাকছে এমন সব নতুন আয়োজন ও চমক যা আগে কেউ ভাবেনি। ফলে সমর্থকদের জন্য এবারের আসর হতে যাচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর।
খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ কেবল খেলার প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রতিভাদের স্বপ্ন পূরণের মঞ্চ। এখান থেকে অনেক খেলোয়াড় স্থানীয় পর্যায়ে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। আয়োজকরা আশাবাদী, এবারের আসরও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।
২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর—টানা তিন দিন ধরে খানপুর মেতে উঠবে ফুটবল উৎসবে। দর্শকদের কাছে আহ্বান, প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে আসুন এবং একসাথে উপভোগ করুন খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ সিজন ৭-এর মহোৎসব।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সদর ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।