হিলিতে আবারো ভারতীয় টমেটো আমদানি শুরু
Published: 2nd, September 2025 GMT
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভারতের নাসিক রাজ্য থেকে টমেটো বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে।
চট্টগ্রামের বড় বাজারের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এসব টমেটো আমদানি করেছে। প্রথম দিনে ২৮ টন টমেটো এসেছে। প্রতি কেজি টমেটো আমদানিতে শুল্কসহ খরচ পড়ছে ৬১ টাকা।
আমদানিকারক এনামুল হক বলেন, “দেশের বাজারে টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে। তাই ভারতের নাসিক থেকে আমদানি শুরু করেছি। বন্দরে প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা অব্যাহত থাকলে আরও বেশি পরিমাণ টমেটো আনা হবে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে এক ট্রাকে ২৮ মেট্রিকটন টমেটো এসেছে। এসব টমেটোর শুল্কায়ন করা হচ্ছে ৫০০ ডলারে। যেহেতু টমেটো কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
হিলি বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, সর্বশেষ ২০২২ সালের ৬ আগস্ট এই বন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এ পথে টমেটো আমদানির ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট