আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পক্ষে ভোট চাইতে এসে নিজেকে রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দেন মনিরুজ্জমান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। তবে বেগম রোকেয়া হল ঢাবি ছাত্রীদের আবাসিকতার জন্য নির্মিত অন্যতম একটি হল। 

এজিএস প্রার্থী মহিউদ্দিন রনির জেরার মুখে পড়ে তিনি এই পরিচয় দেন। রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরো পড়ুন:

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

‘বাকৃবির আইন-শৃঙ্খলা রক্ষা করবেন জেলা প্রশাসক’

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মহিউদ্দিন রনি তার ফেসবুকে ‘ডাকসুর প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের রোকেয়া হলের এক ভাই’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করেন। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান সাকিবের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী মনিরুজ্জমান। এ সময় তিনি মহিউদ্দিন রনিকে লিফলেট দিয়ে ভোট চাইলে রনি তার পরিচয় জানতে চান।

রনির জেরার মুখে ঢাকা কলেজের ওই শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দেন। যদিও রোকেয়া হল মেয়েদের বলে জানানোর পর সেই ছেলে নিজেকে ঢাকা কলেজের ছাত্র বলে স্বীকার করেন। এ সময় ঢাকা কলেজের ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

একই পেজে ‘ডাকসু নির্বাচনে বহিরাগত এনে প্রচারণা চালাচ্ছে ছাত্রদল’ শিরোনামে দেওয়া আরও একটি ভিডিওতে দেখা যায়, কার্জন হল এলাকায় ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী নিত্যনন্দ পালের পক্ষে ভোট চাইতে আসা এক শিক্ষার্থীকে মহিউদ্দিন রনি ঢাকা কলেজের ছাত্র কিনা জিজ্ঞেস করতেই তিনি বিষয়টি স্বীকার করেন।

ভিডিওতে মহিউদ্দিন রনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা কলেজের ছাত্র এসে ভোট চাওয়া আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ছাত্রদলের ভাইয়েরা যেটা করছেন, এটা অন্যায়। এর আগেও কয়েকজনকে দেখেছি, এটা দেখলাম, আরো কয়েকজনকে দেখা যাচ্ছে।”

তিনি বলেন, “আজ আপনারা প্রচারণা চালাতে বহিরাগত নিয়ে আসছেন, ভোটের দিন দেখা যাবে বহিরাগত এনে বিশাল লাইন দিয়ে রাখবেন। এমনও তো হতে পারে আপনারা আওয়ামী লীগের মতো ভোট পিটাবেন। এটা আসলে একটা ঘৃণিত কাজ।”

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ছ ত র বল প রক শ কল জ র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য থানা-পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ বুধবার বিকেলে কর্ণফুলী থানার পক্ষ থেকে মইজ্জ্যারটেক এলাকায় এই মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ছড়িয়ে পড়েছে।

১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একটি কাগজ দেখে দেখে মাইকিং করছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’

মাইকিংয়ের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং
  • এক বন্ধুর স্ক্রিনশট আরেকজনকে পাঠাতে গিয়ে ভুলে সেই বন্ধুকেই পাঠিয়ে দিলে কী করবেন