‘গ্রামেও শহরের সমান নেট সেবার ব্যবস্থা করা হচ্ছে’
Published: 4th, September 2025 GMT
ফাইবার অপটিক সার্ভিস ও বিজনেসে নতুন পলিসি আনা হয়েছে। এই পলিসির আওতায় শহরের সমান গ্রামেও নেট সেবার ব্যবস্থা করা হচ্ছে। নেট গ্রাহকরা যাতে কম দামে ভালো মানের সেবা পান সেই সুযোগ থাকবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
আরো পড়ুন:
নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য না করে সব ধরনের গ্রাহক যেন সমান সেবা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। মধ্যসত্বভোগী কমিয়ে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে ফোন কল ও ডেটার দাম কমিয়ে আমার চেষ্টা করা হচ্ছে। নতুন পলিসিতে শুল্ক কমিয়ে ভয়েস ও ডেটার দাম কমিয়ে অবকাঠামো তৈরি করতে আশাবাদী আমরা।”
তিনি আরো বলেন, “সাইবার অপারেটরের ক্ষেত্রে মাফিয়াগিরি চলবে না। নতুন পলিসি আগের চেয়ে অনেক বেশি এসএমইবান্ধব। আগে ভয়েস কল করার জন্য ৬-৭টা স্তর পর্যন্ত কাজ করতে হতো। এখন তা কমে ৩টা স্তরে চলে আসবে। তাই আমরা দামটা কমিয়ে আনতে পারব।”
নতুন নীতিমালায় গ্রাহকরা কম দামে ভালো মানের সেবা পাবেন বলেও জানান তিনি।
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস