দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ ২০২৫ এর নিলামে নতুন ইতিহাস রচনা করলেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র কয়েক মিনিটেই এডেন মার্করামের রেকর্ড ভেঙে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে উঠেছেন এই তরুণ প্রোটিয়া তারকা।

নিলামে শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রিটোরিয়া ক্যাপিটালস আর জোহানেসবার্গ সুপার কিংস মরিয়া হয়ে লড়ছিলেন ব্রেভিসকে দলে টানার জন্য। শেষ পর্যন্ত প্রিটোরিয়া ক্যাপিটালস ১৬.

৫০ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা) খরচ করে তাকে নিজেদের করে নেয়।

আরো পড়ুন:

শেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়

দুর্দান্ত সেঞ্চুরিতে লারা-জয়াবর্ধনে-বাবরকে ছুঁলেন রুট

এর আগে স্বল্প সময়ের জন্য রেকর্ড গড়েছিলেন এইডেন মার্করাম। তিনি ৯ কোটি ৬৫ লাখ টাকায় ডারবানের সুপার জায়ান্টসে গিয়েছিলেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে তার রেকর্ড ভাঙলেন ব্রেভিস। জোহানেসবার্গ সুপার কিংস শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও ১৬.৪ মিলিয়নের পর বাজেটের সীমা টপকে যাওয়ায় পিছু হটে যায়।

উল্লেখ্য, মঙ্গলবারের নিলামের আগে পর্যন্ত এসএ২০ তে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন ট্রিস্টান স্টাবস। তাকে ৯.২ মিলিয়ন র‍্যান্ডে কিনেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। সেই রেকর্ড একদিনেই ভাঙলেন আগে মার্করাম, তারপর ব্রেভিস।

কেন ব্রেভিস এত দামী?
মূলত সাম্প্রতিক ফর্মই তাকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়। আইপিএল ২০২৫ মৌসুমের মাঝপথে ইনজুরির কারণে দলে ডাক পেয়ে মাত্র ছয় ম্যাচে ২২৫ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৮০। যেখানে চেন্নাই সুপার কিংস ব্যর্থ হয়েছিল, সেখানে ব্রেভিস নিজেকে উজ্জ্বলভাবে প্রমাণ করেন।

এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম আন্তর্জাতিক শতরান তুলে নেন ব্রেভিস। সেই সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ২০৪। যা গোটা ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা