জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইফ বিন মাহবুব নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়। আটকের আধাঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

সাইফ বিন মাহবুব বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ১০ নম্বর ছাত্র হল শাখা ছাত্রদলের সভাপতি। 

আরো পড়ুন:

আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা: সিইসি

কিছু অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে জিতব: শিবিরের ভিপি প্রার্থী

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ভোটরারা জানান, ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে গিয়ে কিছু প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইতে যান। এ সময় সাংবাদিকরা তাদের এ বিষয়ে প্রশ্ন করেন। তখন  বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের মো.

সিয়াম মাহমুদ সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে সেখানে এসে সাইফ বিন মাহবুব সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি অন্য হলের শিক্ষার্থী হওয়া সত্বেও ভোটকেন্দ্রের সামনেই দীর্ঘ সময় ধরে অবস্থান করছিলেন। একপর্যায়ে ১০ ছাত্র হল ভোট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এসে সাইফ বিন মাহবুব এর পরিচয়পত্র চেক করেন এবং নিশ্চিত হন তিনি এই হলের আবাসিক শিক্ষার্থী নন।

নির্বাচনি আচরণ বিধি মোতাবেক, ভোটগ্রহণের সময় এক হলের ভোটার অন্য হলে অবস্থান করতে পারবেন না। কেউ অবস্থান করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা হয়েছে।

নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করায় কর্মরত আনসার সদস্যের ডেকে সাইফ বিন মাহবুবকে আটক করে হল প্রাধ্যক্ষের অফিসে পাঠান রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে উক্ত ভোটকেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. মো. আল মামুন বলেন “ভোটকেন্দ্রে ভোট চাওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় সে সাংবাদিকদের সাথে উচ্চ স্বরে বাকবিতণ্ডা করছিল। উচ্চ শব্দ শুনে আমি সেখানে যাই এবং তার পরিচয়পত্র চেক করি। জানতে পারি সে এই হলের সাবেক শিক্ষার্থী, এলোটমেন্ট পরিবর্তন করার পর বর্তমানে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। ভোটকেন্দ্রের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোয় এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তাকে আটক করে হল প্রভোস্টের কাছে পাঠানো হয়েছে।”

তবে হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব বলেন, “নির্বাচনের পরিবেশ স্থিতিশীল রাখতে এবং অতিরিক্ত ঝামেলা এড়াতে তাকে জিজ্ঞাসাবাদের পর হল থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে, তাই নির্বাচন শেষে তদন্তের ভিত্তিতে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।” 

ঢাকা/আহসান হাবীব/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ টক ন দ র গ রহণ

এছাড়াও পড়ুন:

মনোনয়নপত্র নিতে এসে স্লোগান, আচরণবিধি ভাঙলেন এক শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মনোনয়নপত্র নিতে এসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তাঁর নাম সালমান রহমান। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে চাকসুর কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

নির্বাচনী আচরণবিধি–২ এর ক অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।

সরেজমিনে দেখা যায়, সালমান রহমান ৮ থেকে ১০ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। মনোনয়নপত্র নেওয়ার পর চাকসু ভবনের ভেতরেই সালমানের নাম ধরে স্লোগান দেন সমর্থকেরা। স্লোগান দিতে দিতে চাকসু ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে নামেন তাঁরা। এ সময় সালমান রহমান সবার মাঝখানেই ছিলেন। তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।

আচরণবিধি ভাঙার বিষয়টি স্বীকার করে সালমান রহমান প্রথম আলোকে বলেন, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন। তাঁর সমর্থকেরা না বুঝে স্লোগান দিয়েছেন। এ ধরনের ভুল আর হবে না।

জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তিনি শুনেছেন। এসব বিষয় দেখভালের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রোববার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। আজ মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রশিবিরের ভরসা ওএমআর মেশিনে, ছাত্রদল চায় হাতে ভোট গণনা
  • গকসু নির্বাচন: জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
  • মনোনয়নপত্র নিতে এসে স্লোগান, আচরণবিধি ভাঙলেন এক শিক্ষার্থী
  • রাকসুর নির্বাচনি প্রচার শুরু, মানতে হবে যেসব নির্দেশনা