যশোর থেকে মালয়েশিয়া: সাদিয়ার স্বপ্নযাত্রায় পাশে ছিল জিপিইএল
Published: 22nd, September 2025 GMT
যশোরের মেয়ে সাদিয়া খাতুন মালয়েশিয়ার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান টেইলর’স ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ব্যাচেলর অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (স্নাতক) প্রোগ্রামে। স্বপ্নপূরণের এই যাত্রায় শুরু থেকেই তাঁর পাশে ছিল গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল)।
সাধারণত বিদেশে পড়তে যাওয়ার পথ সহজ নয়। তাই সাদিয়ার মনেও ঘুরছিল নানা প্রশ্ন, ‘আমার যে রেজাল্ট, সেটার ভিত্তিতে কি আদৌ যাওয়া সম্ভব? বাজেট কি সাধ্যের মধ্যে থাকবে? পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার জটিল প্রক্রিয়া সামলাব কীভাবে?’
এসব প্রশ্নের উত্তর সহজ হয়ে যায় গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেডের সহায়তায়। সাদিয়া খাতুন বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে জানতে পারি, গ্লোবাল পাথওয়ে এক্সপার্ট লিমিটেডের কথা। দেরি না করে যশোর থেকেই যোগাযোগ করি প্রতিষ্ঠানটির সঙ্গে। তাদের সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে এবং আশাও জাগিয়েছে।’ সাদিয়া আরও বলেন, ‘জিপিইএলের অভিজ্ঞ কাউন্সেলররা পরামর্শ দেওয়ার সময় শুধু কাগজপত্রের তালিকা দেননি, বরং দিয়েছেন সাহস ও ভরসা। জিপিইএল না থাকলে এতটা সহজ হতো না আমার বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণ। জিপিইএলের কাছে আমি কৃতজ্ঞ।’
সাদিয়া খাতুন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওমানে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
ওমানে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে মারা জিয়াউদ্দিন মোল্লা (৩৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জিয়াউদ্দিন মোল্লা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। প্রায় তিন বছর আগে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি।
নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, গত ১৫ সেপ্টেম্বর কাজ করার সময় দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘‘জিয়া উদ্দিনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।’’
ঢাকা/মামুন/রাজীব