যশোর থেকে মালয়েশিয়া: সাদিয়ার স্বপ্নযাত্রায় পাশে ছিল জিপিইএল
Published: 22nd, September 2025 GMT
যশোরের মেয়ে সাদিয়া খাতুন মালয়েশিয়ার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান টেইলর’স ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ব্যাচেলর অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (স্নাতক) প্রোগ্রামে। স্বপ্নপূরণের এই যাত্রায় শুরু থেকেই তাঁর পাশে ছিল গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল)।
সাধারণত বিদেশে পড়তে যাওয়ার পথ সহজ নয়। তাই সাদিয়ার মনেও ঘুরছিল নানা প্রশ্ন, ‘আমার যে রেজাল্ট, সেটার ভিত্তিতে কি আদৌ যাওয়া সম্ভব? বাজেট কি সাধ্যের মধ্যে থাকবে? পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার জটিল প্রক্রিয়া সামলাব কীভাবে?’
এসব প্রশ্নের উত্তর সহজ হয়ে যায় গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেডের সহায়তায়। সাদিয়া খাতুন বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে জানতে পারি, গ্লোবাল পাথওয়ে এক্সপার্ট লিমিটেডের কথা। দেরি না করে যশোর থেকেই যোগাযোগ করি প্রতিষ্ঠানটির সঙ্গে। তাদের সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে এবং আশাও জাগিয়েছে।’ সাদিয়া আরও বলেন, ‘জিপিইএলের অভিজ্ঞ কাউন্সেলররা পরামর্শ দেওয়ার সময় শুধু কাগজপত্রের তালিকা দেননি, বরং দিয়েছেন সাহস ও ভরসা। জিপিইএল না থাকলে এতটা সহজ হতো না আমার বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণ। জিপিইএলের কাছে আমি কৃতজ্ঞ।’
সাদিয়া খাতুন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫)। তারা বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
আরো পড়ুন:
টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত
আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া তাদের বন্ধু তাওসিফ বলেন, “ইরাম ও অপু বন্ধু ছিল। রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেল চালিয়ে বাসায় ফরছিলেন। ডেমরা কোনাপাড়ায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তারা সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, তাদের দুজনের বাড়ি চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় ঘাতক গাড়িটি জব্দ করেছেন ডেমরা থানা পুলিশ। ঘাতক গাড়ির নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ দুটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ডেমরা থানা পুলিশ অবগত আছেন।”
ঢাকা/বুলবুল/মাসুদ