সিনেমা মুক্তি দেওয়া যে এতটা কঠিন জানা ছিল না
Published: 14th, October 2025 GMT
প্রথম আলো:
টরন্টো, সানড্যান্স, রেড সির মতো উৎসবে দেখানোর পর দেশের দর্শকদের সামনে প্রদর্শনের অভিজ্ঞতা কেমন?
মাকসুদ হোসাইন : মুক্তির পরে বুঝতে পেরেছি, দর্শক সিনেমাটি সম্পর্কে আগে থেকেই জানতেন। যে কারণে বাড়তি একটি প্রচার পেয়েছি। গল্পটি একান্তই আমাদের। সেটা দেখে দর্শক পছন্দ করেছেন। আমাদের গল্প বলাকে গ্রহণ করেছেন, এটাও বেশ ভালো লেগেছে। ফর্মুলাভিত্তিক সিনেমার বাইরে নাচ নেই গান নেই—এমন একটি সিনেমাকে পছন্দ করাটা আমাদের মুগ্ধ করেছে। বুঝেছি, দর্শক গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পেরেছেন।
প্রথম আলো :
অনেকেই বলেন সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেওয়া কঠিন, আপনার অভিজ্ঞতা কী বলে?
মাকসুদ হোসাইন : বাংলাদেশের মতো জায়গায় সিনেমা বানানো অনেক কষ্টের কাজ। কিন্তু সিনেমা মুক্তি দেওয়া যে এতটা কঠিন, জানা ছিল না। অনেক দিন আগে থেকে আমাদের মুক্তির প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে। অনেক কাগজপত্র প্রস্তুত করতে হয়েছে। প্রতিটি জায়গায় সেগুলো দিয়ে আসতে হয়েছে। সিনেমা মুক্তির এই প্রক্রিয়া সহজ হওয়া উচিত। সিনেমা বানানো ও মুক্তি যদি পরিশ্রমের হয়, তাহলে তরুণেরা সিনেমা বানাতে উৎসাহ কম পাবে। তরুণদের জন্য সিনেমা মুক্তি খুবই সহজ করা উচিত।
‘সাবা’ সিনেমায় মেহজাবীন চৌধুরী। ছবি: নির্মাতার সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫)। তারা বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
আরো পড়ুন:
টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত
আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া তাদের বন্ধু তাওসিফ বলেন, “ইরাম ও অপু বন্ধু ছিল। রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেল চালিয়ে বাসায় ফরছিলেন। ডেমরা কোনাপাড়ায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তারা সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, তাদের দুজনের বাড়ি চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় ঘাতক গাড়িটি জব্দ করেছেন ডেমরা থানা পুলিশ। ঘাতক গাড়ির নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ দুটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ডেমরা থানা পুলিশ অবগত আছেন।”
ঢাকা/বুলবুল/মাসুদ