বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের শহিদ সেলিম তালুকদার সেন্ট্রাল লাইব্রেরিতে ১০১টি বই উপহার দিয়েছেন। এর মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণার অনুপ্রেরণা জোগানোর লক্ষ্য ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য আইয়ুব নবি খান; আন্তর্জাতিক মানবসম্পদ–বিশেষজ্ঞ তাদাশি ওতাকে; বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো.

আবদুল জলিল; ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী, বিইউএফটির জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ; লাইব্রেরিয়ান হাজেরা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসাইনসহ আরও অনেকে।

এ সময় ফারুক হাসান বলেন, পাঠাভ্যাস ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ফ্যাশন ও টেক্সটাইল খাতের নতুন প্রজন্মকে সৃজনশীল ও উদ্ভাবনী করে গড়ে তোলার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই বই প্রদান শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে গবেষণা, সৃজনশীলতা ও আজীবন শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে। বিজ্ঞপ্তি

আরও পড়ুনএমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে ১৫ শতাংশ, কার্যকর দুই ধাপে৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিইউএফটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিকেএমইএর চেয়ারম্যান মো. হাতেম ও বিটিএমএর চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।

অনুষ্ঠানে ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আলমগীর হোসাইন; ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান; প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. সিরাজুল করিম চৌধুরী; বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল জলিল; পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রুবায়েত চৌধুরী বক্তব্য দেন। সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থী ও প্রাক্তনদের পক্ষ থেকে এক শিক্ষার্থী তাঁদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান।

আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ৭ ঘণ্টা আগে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পিঅ্যান্ডডি পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। আয়োজনের শেষাংশে পরিবেশিত হয় টেকনিক্যাল সেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ

  • বিইউএফটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত