রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
Published: 21st, November 2025 GMT
রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়।
পড়ে তারা দেয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ভ ম কম প দ য় ল ধস
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থীর কর্মী-সমর্থকদের মশাল মিছিল
আড়াইহাজারে বিএনপির মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা মশাল মিছিল বের করে বিক্ষোভ করেছেন।
স্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বর থেকে সোমবার সন্ধ্যায় মশাল মিছিলটি বের করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করেন। এসময় তারা নারায়ণগঞ্জ-২, আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ঘোষিত নজরুল ইসলাম আজাদকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার জোরদাবী জানানো হয়।
এতে অংশ নেন সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাভীন আক্তারের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রুপচান মিয়া, উপজেলা বিএনপির নেতা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, বিএনপির নেতা তছমিল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ মিয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নয়ন মোল্লা ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জহিরসহ আরো অনেকে।
এসময় যুবদল নেতা আলী আজগর বলেন, বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম আজাদকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে আমরা মানিনা। তাকে মনোনয়ন তালিকা থেকে বাদ করতে হবে। ৫ আগস্টের পর তিনি এলাকায় বিএনপির বদনাম করেছেন। তাকে বিএনপির নেতাকর্মী ও ভোটাররা চায়না।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নয়ম মোল্লা বলেন, যাকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তাকে আড়াইহাজারের আপামোড় জনগণ চায়না। তার মনোনয়ন বাতিল করে বঞ্চিত তিন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাকে দিবে, আমরা তার পক্ষে মাঠে কাজ করবো।
এদিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন বলেন, দল যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তাকে আমরা চাইনা। এখানে জনপ্রিয় ও কর্মী বান্ধব একজন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। তিনি বলেন, আড়াইহাজারের মানুষ নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন তালিকা থেকে বাতিলের দাবী জানাচ্ছেন।