আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‎মঙ্গলবার ( ২১ অক্টোবর) সন্ধ্যায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন মহানগর যুবদল।

‎প্রস্তুতিসভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের পক্ষ বিশাল র‌্যালি থেকে শুরু করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‎প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মহানগর যুবদলের উদ্যোগে শহরের খানপুর হাসপাতাল রোড থেকে দুপুর তিনটায় বর্ণাঢ্য বিশাল র‌্যালি বের করা হবে। এতে মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবে।

‎এছাড়াও ২৮ অক্টোবর মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন আলোচনা সভা, র‌্যালি,ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, খাবার বিতরণ হবে। স্ব স্ব ইউনিটের নেতাকর্মীদেরকে ঘোষিত কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালন করার আহ্বান করছি।

‎এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদেরকে দীক নির্দেশনা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তারা।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদ হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.

শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, আশরাফুল ইসলাম তান্না, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র ল ইসল ম র রহম ন ত কর ম আহম দ

এছাড়াও পড়ুন:

প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ : ডিসি জাহিদুল

চ্যালেঞ্জ শিশুদের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ‎

মঙ্গলবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় ‎সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে  তিনি  এ কথা বলেন।

‎তিনি আরো বলেন, তারা একদিন আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি তাদের যে সেক্টরে আগ্রহ আছে সেই সেক্টরে কাজ করার সুযোগ করে দিতে পারি তারা সে সেক্টরে অনেক ভালো করবে। আমরা তাদের পাশে আছি।

এর আগে  নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, চকলেট ও মিস্টি নিয়ে যান। তার তাকে দেখে শিশুরা খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠেন।

‎মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে তাদের প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে হয় কতটা চ্যালেঞ্জিং সময় পার করতে হয় একমাত্র সে পরিবারে সদস্যরাই উপলব্দি করতে পারেন। 

চ্যালেঞ্জ শিশু যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা। সেই মেধার দিকটা আমাদের বের করে আনতে হবে। আমরা যারা তাদের নিয়ে কাজ করছি তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা যেন বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।

‎এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শাহনেওয়াজ ও প্রধান শিক্ষক মো. ফজলুল আমিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে রেলওয়ে উপদেষ্টার বৈঠক 
  • প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ : ডিসি জাহিদুল
  • বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ
  • শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
  • এফডিসির সামনে চিকন চালের ভাত রান্না করছেন নায়ক
  • হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
  • বিজয় দিবসের সরকারি কর্মসূচি চূড়ান্ত
  • কারচুপি নয়, পরিসংখ্যানে পরোক্ষ অপব্যবহার হয়: পরিকল্পনা উপদেষ্টা
  • ছবি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাহিত্যের উৎসবে শামিল সবাই