মিরাজ নিজে জানেন তো তিনি কী করছেন
Published: 22nd, October 2025 GMT
একটা দিক থেকে মেহেদী হাসান মিরাজ ভাগ্যবানই বটে! এর আগে বাংলাদেশের কোনো অধিনায়কের কপালে যা জোটেনি, সেটাই জুটেছে তাঁর কপালে। গতকাল তাঁর অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছে সুপার ওভার।
তবে সমস্যা হলো, সুপার ওভারে দলকে নেওয়ায় আলাদা কোনো অর্জন বা গর্ব নেই। একটু বাড়তি রোমাঞ্চ হয়তো আছে। যদিও জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে যেতে বাধ্য হলে তাতে হতাশাও ভর করতে পারে।
মিরাজের কেমন লেগেছে তা অজানা হলেও এটা সত্য যে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এখন আলোচনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে তাঁর অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে। যেহেতু অধিনায়ক, তাই ফল নিয়ে কাটাছেঁড়ায় তাঁর নামটাই আগে আসে।
বাংলাদেশ কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা কেন হারল, সে উত্তর খুঁজতে গিয়েও মিরাজের পারফরম্যান্স আলোচনায় আসে। সুপার ওভারে এই ম্যাচ হারের পেছনে মিরাজের দায় কতটুকু, সেটা বুঝতে অবশ্য বেশি কাটাছেঁড়ার প্রয়োজন নেই। বাংলাদেশের প্রথম সুপার ওভারের ম্যাচটা অধিনায়ক মিরাজের জন্য খুব একটা ভালো যায়নি।
আরও পড়ুনপ্রথম টাই, প্রথম সুপার ওভার, এরপর বাংলাদেশের হার১১ ঘণ্টা আগেব্যাটিং ভালো হয়নিমিরাজ কাল রান করেছেন ৫৮ বলে অপরাজিত ৩২। উইকেট আর মোট রান বিবেচনায় খারাপ বলা যাবে না। তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় নিলে মিরাজ প্রশ্নের মুখে পড়তে পারেন। মিরাজ কাল উইকেটে এসেছেন ২৯তম ওভারে। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ৯৭।
দ্রুত রান তুলতে পারেননি মিরাজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘৫ বছরে ভারত-অস্ট্রেলিয়া খেলবে ৩০০ ম্যাচ, আমরা ৫০-৬০টি’
আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে তারা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ আর ফ্রান্সের কাছে ৩–২ গোলের হার, কোরিয়ার সঙ্গে ড্র। কোরিয়াকে আরেকবার হারিয়েছে, ওমানকে দাঁড়াতেই দেয়নি। সব মিলিয়ে দুর্দান্ত। সত্যি, এতটা আমরা আশা করিনি। আমিরুলের পারফরম্যান্সও অসাধারণ। এটাও ঠিক, দলের অন্যরা আমিরুলের ওপর আস্থা রেখেছে। সেও সেই আস্থার প্রতিদান দিয়েছে। পুরো দলই দারুণ খেলেছে।
আমরা বিশ্বকাপের জন্য ক্যাম্প করেছি, বিদেশি কোচ এনেছি; এই রীতি নতুন নয়। কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগেই আমাদের বেশি তৎপর দেখা যায়। এরপর আবার সবাই চুপচাপ। জাতীয় দলের বেলায়ও একই। আমরা অনেক ভালো ভালো সুযোগ তৈরি করেছি। কিন্তু টুর্নামেন্ট শেষ হলে দলটা আবার অগোছালো হয়ে যায়। লিগ নেই, কোনো ম্যাচ হয় না। এই পারফরম্যান্স ধরে রাখতে হলে ম্যাচ খেলার কোনো বিকল্প নেই।