ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক ধাক্কার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে, একই লেনে থাকা একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এই দ্বিতীয় সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন অজ্ঞাতনামা যাত্রী নিহত হন এবং চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্য থেকে একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/তামিম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টেস্ট অধিনায়কের শর্ট লিস্টে চারজন!

আগামী মাসেই আয়ারল‌্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর অধিনায়কত্ব থেকে সরে যান নাজমুল হোসেন শান্ত। মূলত দুইটি কারণে অধিনায়কত্ব থেকে সরে যান তিনি। প্রথমত, বিসিবির তিন ফরম‌্যাটে তিন অধিনায়ক তত্ত্বের বিরোধী ছিলেন তিনি। দুই, তার ওয়ানডে অধিনায়কত্ব যে প্রক্রিয়ায় বিসিবি কেড়ে নিয়েছিল তা পছন্দ হয়নি তার।

বিসিবির ঘাড়ে এখন টেস্ট অধিনায়কত্ব নির্বাচনের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব। কে অধিনায়ক হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, বিসিবি অধিনায়কত্বের জন‌্য চারজনের শর্ট লিস্ট করেছে। যেখানে শান্তর নামও আছে। এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুমিনুল হকের নামও আছে। তবে মুমিনুল আগেভাগেই না করে দিয়েছেন বলে খবর। ফলে শর্ট লিস্ট তিনজনে নেমে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন অধিনায়ক নির্বাচন করা হয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরো পড়ুন:

লিটন ফিরলেন টি-টোয়েন্টিতে, সৌম‌্য-সাইফ উদ্দিন নেই

সৌম‌্য-সাইফের তাণ্ডব থামল, রেকর্ডের পাতায় তাদের অর্জন

কিভাবে অধিনায়ক বাছাই করা হচ্ছে সেই প্রক্রিয়ার কথা বলেছেন আমিনুল, ‘‘টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে, আমরা কয়েকজনের সাথে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলবেন। কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল….যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হবে।’’

তিন ফরম‌্যাটে তিনজন অধিনায়ক হতেই হবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এমন আভাস দিয়ে রাখলেন আমিনুল, ‘‘এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তিনটে ক্যাপ্টেনই হতে হবে। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফরম্যাটে তিনটে ক্যাপ্টেন হলে সুবিধা কী, অসুবিধা কী। অসুবিধা থেকে সুবিধাই বেশি। আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট এভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে। সেটা হতে পারে একজন তিনটা করতে পারে, একজন দুইটা করতে পারে, একজন তিনটা করতে পারে। এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনা…।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সন্দ্বীপের শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল, নানা সমালোচনা
  • সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: ফারিয়া
  • ইসরায়েল ইস্যুতে সিনেটে জেরার মুখে পড়লেন কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত গালিব
  • পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ২
  • কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ 
  • টেস্ট অধিনায়কের শর্ট লিস্টে চারজন!
  • সাভারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
  • উগান্ডায় একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ৪৬
  • ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, এলাকায় উত্তেজনা