যৌন নির্যাতনের অভিযোগে ‘আজ কি রাত’ সুরকার গ্রেপ্তার
Published: 24th, October 2025 GMT
এক তরুণীকে যৌন নির্যাতনের মামলায় বলিউডের গায়ক, সুরকার সাচিন সাংভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলিউডের জনপ্রিয় সুরকার জুটি সাচিন-জিগরের একজন।
আজ শুক্রবার পুলিশের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০ বছরের বেশি বয়সী সেই তরুণীর অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সাচিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেই তরুণী জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে সাচিন সাংভির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তখন সাচিন তাঁকে গানের অ্যালবামে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দুজনের মধ্যে ফোন নম্বরও আদান–প্রদান হয়। তাঁর দাবি, সাচিন তাঁকে স্টুডিওতে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন ও একাধিকবার যৌন নির্যাতন করেন।
এরপর সাচিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন তিনি। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুরকারকে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন পেয়েছেন সাচিন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, মামলাটি বিচারাধীন।
আরও পড়ুনঅভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে নির্মাতা গ্রেপ্তার০৭ অক্টোবর ২০২৫সাচিন সাংভি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স রক র
এছাড়াও পড়ুন:
একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী
নির্বাচন সামনে রেখে একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে— মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘‘তারা এখন বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন। বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছেন।’’
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলাদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘‘এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষ জয়ী করে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।’’
তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’’
লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
এ সময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/লিটন/বকুল