ফেসবুক গ্রুপে ‘নিকনেম’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে মেটা। সুবিধাটি চালুর ফলে ব্যবহারকারীরা এখন চাইলে নিজেদের আসল নামের পরিবর্তে বিভিন্ন গ্রুপে ছদ্মনামে পোস্ট ও মন্তব্য করার পাশাপাশি প্রতিক্রিয়া জানাতে পারবেন। এত দিন ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে পোস্ট করার সুযোগ থাকলেও সে ক্ষেত্রে অন্য সদস্যদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা সম্ভব হতো না। নিকনেম ব্যবস্থায় গোপনীয়তা বজায় রেখেই গ্রুপে নির্দিষ্ট ছদ্মনামে নিজস্ব পরিচিতি তৈরির পাশাপাশি ধারাবাহিক যোগাযোগ করা যাবে।

মেটা জানিয়েছে, অনেক ব্যবহারকারীই গ্রুপে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে আলাদা পরিচয়ে আলোচনায় অংশ নিতে চান। নিকনেম সেই সুযোগ করে দেবে। গ্রুপে নিকনেম ব্যবহারের পর ব্যবহারকারীর মূল প্রোফাইল ও প্রোফাইল ছবি অন্য সদস্যদের কাছে গোপন থাকবে। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুকের সিস্টেম তথ্যগুলো দেখতে পারবে। গ্রুপের সদস্যরা নিকনেমযুক্ত ব্যবহারকারীর আগের পোস্ট, মন্তব্য এবং গত সাত দিনের প্রতিক্রিয়াও দেখতে পারবেন।

নিকনেম প্রোফাইলে পছন্দের ছবি ও রঙিন পটভূমি বেছে নেওয়া যাবে। গ্রুপে নতুন পোস্ট দেওয়ার সময় ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশনের পাশেই দেখা যাবে নিকনেম অপশন। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় নিকনেম চালু বা বন্ধ করতে পারবেন। তবে নিকনেম পরিবর্তনের ক্ষেত্রে দুই দিনের ব্যবধান মানতে হবে। নাম বদলের পর আগের সব পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া নতুন নামে যুক্ত হবে। একাধিক গ্রুপে ভিন্ন নিকনেম ব্যবহার করলে নাম পরিবর্তন কেবল সংশ্লিষ্ট গ্রুপের জন্য কার্যকর হবে। নিকনেম ব্যবহারে সীমাবদ্ধতাও রয়েছে। শুধু গ্রুপের অ্যাডমিনরা সুবিধাটি সদস্যদের জন্য চালু করতে পারবেন। ফলে গ্রুপ অ্যাডমিন চালু না করলে বিভিন্ন গ্রুপে সুবিধাটি ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুক গ্রুপে নিজেদের পছন্দমতো নাম নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে সুন্দর নামের জন্য ফেসবুকের পরামর্শও নেওয়া যাবে। তবে নামটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে নির্বাচন করতে হবে এবং গ্রুপে একই নামে অন্য কেউ থাকতে পারবে না। নতুন এ সুবিধা চালুর ফলে ফেসবুক গ্রুপে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট বা ডিসকোর্ডের মতো আলোচনা করা যাবে। এসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় না দিয়েই ছদ্মনামে পোস্ট করতে পারেন।

সূত্র: টেক ক্রাঞ্চ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে২৩ আগস্ট ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক গ র প ব যবহ র প রব ন

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে

ব্যক্তিগত বা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের ভয়েস মেসেজ পাঠান অনেকে। কিন্তু উচ্চারণ অস্পষ্ট বা আশপাশে শব্দ হলে ভয়েস মেসেজের সব তথ্য প্রাপক ভালোভাবে শুনতে পারেন না। তবে চাইলেই ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস’ সুবিধা কাজে লাগিয়ে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়া যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও সুবিধাটি ব্যবহার করা সম্ভব।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধাটি সম্পূর্ণ ঐচ্ছিক, ফলে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন। সুবিধাটি চালুর পর যেকোনো ভয়েস মেসেজ চাপ দিয়ে ধরে রাখলেই সেটিকে বার্তায় রূপান্তর করে পড়া যাবে। ট্রান্সক্রিপশনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যবহারকারীর যন্ত্রেই সম্পন্ন হবে। অর্থাৎ ভয়েস মেসেজ ও বার্তা ব্যবহারকারীর যন্ত্রেই থাকবে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে তা সংরক্ষণ করা হবে না।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপের এই ৭ সুবিধা সম্পর্কে জানেন তো২৩ সেপ্টেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধা চালুর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘চ্যাটস’ বিভাগ নির্বাচনের পর ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস’ অপশনে গিয়ে সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে। একই জায়গা থেকে ট্রান্সক্রিপ্ট দেখার ভাষাও নির্বাচন করতে হবে। এবার যে ভয়েস মেসেজটি বার্তায় রূপান্তর করতে চান, সেটিতে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর প্রদর্শিত মেনু থেকে ‘ট্রান্সক্রাইব’ নির্বাচন করলেই মেসেজটির নিচে লিখিত আকারে বার্তা দেখা যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে চালু হলো চ্যাটজিপিটির ছবি তৈরির সুবিধা, ব্যবহার করবেন যেভাবে১৮ জুন ২০২৫

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ এবং রুশ ভাষার ভয়েস মেসেজ বার্তায় রূপান্তর করে পড়া যাবে। তবে আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি, ডাচ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, সুইডিশ ও থাই ভাষায় বার্তা পড়ার সুযোগ মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনহোয়াটসঅ্যাপ ফোনকলে নতুন দুই সুবিধা আসছে২৩ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে