যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান (আপেল) বলেছেন, বহু রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র-জনতা অনেক রক্ত দিয়েছে।

আর সেজন্যই আমরা মুক্ত স্বাধীন ভাবে কথা বলতে পারছি, দেশের জন্য উন্নয়নের কথা বলতে পারছি। আপনারা যদি মনে করেন যুদ্ধ শেষ তাহলে আমাদের ভুল হয়ে যাবে এবং চিরকাল আমরা পরাজিত হয়ে যাব।

স্বাধীনতার স্বাদ আমরা এখনো পাইনি। রাষ্ট্রকাঠামো বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় তা রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নাসিক ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, আজকে ফ্যাসিষ্ট সরকারের দোসররা বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। ফ্যাসিষ্ট সরকারের লোকেরা পুলিশে, আর্মিতেসহ বিভিন্ন জায়গায় রয়েছে।

যেদিন ফ্যাসিষ্ট মুক্ত সরকার গঠন করতে পারবেন, শেখ হাসিনার পদলেহন যারা করেছেন তারা দুরিভূত হবে এবং ৩১ দফাকে সামনে রেখে স্বাধীন বাংলাদেশের টগবগ করা রক্ত সততা এবং নিষ্ঠার সাথে দেশ গঠনের শপথ নিবে তখন মনে করব আমরা স্বাধীন।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে বলেন, আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে পর্যালোচনা করুন, বিশ্লেষন করুন, অনুসন্ধান করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করুন। তাহলেই সৎ ও যোগ্য ব্যাক্তিরা নেতৃত্বে উঠে আসবে এবং দেশের উন্নয়ণ ত্বরান্বিত হবে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মো: হারুন মাষ্টারের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দোলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এড.

শামীমা আক্তার শাম্মী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, বিএনপি নেতা গোলজার হোসেনসহ সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ব এনপ র রহম ন

এছাড়াও পড়ুন:

বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার  

বন্দরে মাদক মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ডিস মনির (৫২)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ধৃত মনির হোসেন ওরফে ডিস মনির বন্দর থানার হরিপুর এলাকার আঃ করিম মাতুব্বর’র ছেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে একই দিন দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।

র‌্যাব আরো জানায়, স্থানীয় সূত্র এবং মিডিয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর এলাকার আঃ করিম এর ছেলে মোঃ মনির হোসেন (৫৩) কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক মামলাসহ চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরও ১০ টি মামলা রয়েছে ।

সে একজন মাদক ব্যবসায়ী। সে এবং তার অন্যান্য মাদক সহযোগীর মাধ্যমে বন্দর থানাসহ দেশের বিভিন্ন যায়গায় মাদক ক্রয় বিক্রয় করে দেশের যুব সমাজকে ধ্বংশ করে আসছে। 

মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত, প্রায় ১০ টি মামলার আসামী। তার এই অসামাজিক কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।

এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্রা ও সভা
  • বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টা. না’গঞ্জ শাখার শোভাযাত্
  • সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর উপজেলায় শুকনো খাবার বিতরণ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিকদের ঐক্য দরকার : রহিম
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল
  • বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডিস মনির গ্রেপ্তার  
  • ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত