ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন। আদিত্য সরপতদার পরিচালিত এই সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।   

কয়েক দিন আগে মুক্তি পায় এ সিনেমার ‘পয়জন বেবি’ গান। দীর্ঘ দিন পর এ গানের মাধ্যমে পর্দায় ফিরেছেন মালাইকা আরোরা। জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমারের এ গানে রাশমিকা-মালাইকার নাচে বুঁদ হয়ে আছেন দর্শকরা। তাছাড়া ‘তুম মেরে না হুয়ে’ গানে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যায় আবেদনময়ী রাশমিকাকে। ফলে মুক্তির আগে থেকেই ‘থাম্মা’ সিনেমা আলোচনায় রয়েছে।   

চলতি বছরে এখন পর্যন্ত হিন্দি ভাষার ৩১টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘থাম্মা’ এর অবস্থান চতুর্থ। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি), দ্বিতীয় ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), তৃতীয় সিকান্দার (২৫ কোটি রুপি)। চলুন জেনে নিই, ৫ দিনে কত টাকা আয় করেছে রাশমিকার সিনেমাটি।    

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘থাম্মা’ সিনেমা পাঁচ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৪.

২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১১.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৫.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি ১৯ লাখ টাকা)।  

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। ইউ/এ ১৬+ রেটিংসহ অনুমোদিত সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।  

সিনেমাটির গল্প প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা ভারাইটিকে বলেন, “এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের। এটি পশ্চিমা ধারার আগে থেকেই আমাদের সংস্কৃতিতে বিদ্যমান।”  

খানিকটা ব্যাখ্যা করে আয়ুষ্মান খুরানা বলেন, “এটি আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রকল্প। আমি এখানে একটি বেতাল চরিত্রে অভিনয় করছি—ভারতীয় লোককথার প্রেতাত্মা। কমেডি ও আবেগ আসে সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার সঙ্গে মিশে যাওয়ার অভিজ্ঞতা থেকে। এটি হরর নয়, বরং কমেডি; রোমান্স ও অ্যাকশন মিশ্রিত সিনেমা।”  

এ সিনেমা নিয়ে ভ্যারাইটিকে রাশমিকা মান্দানা বলেন, “সিনেমাটির গল্প শোনার পর থেকেই এই ইউনিভার্সের অংশ হতে উদ্‌গ্রীব হয়ে ছিলাম। সিনেমাটির চরিত্রগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ যুক্ত।”  

আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক। তাছাড়া সিনেমাটিতে একঝাঁক তারকা অতিথি হিসেবে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন—মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান, সুনীল কুমার।  

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পারমাণবিক শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

পারমাণবিক শক্তিচালিত নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটির নাম ‘বুরেভেস্তনিক’।

রবিবার (২৬ অক্টোবর) রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেন। খবর রয়টার্সের।

আরো পড়ুন:

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ‘সফল’ হামলার দাবি ইউক্রেনের

পুতিনকে জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল। 

রাশিয়া কয়েক বছর ধরেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্র শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর। সামুদ্রিক পাখির মতো খুব নিচ দিয়েও উড়ে যেতে সক্ষম।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘বুরেভেস্টনিক’ এমন এক ক্ষেপণাস্ত্র যার সমকক্ষ কেউ নেই। প্রায় সীমাহীন পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি যেকোনো ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে পারে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর কাছে এই ক্ষেপণাস্ত্রটি অবশ্য ‘স্কাই ফল’ নামে পরিচিত। অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্যানুসারে, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের ১৩টি পরীক্ষা চালিয়েছিল এবং সেই পরীক্ষার সবই ব্যর্থ হয়েছিল।

পুতিন জানান, কিছু রাশিয়ান বিশেষজ্ঞ তাকে একবার বলেছিলেন যে, এই অস্ত্রটি কখনও সম্ভব হওয়ার সম্ভাবনা কম।  কিন্তু বর্তমানে এর ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্ন হয়েছে।

পুতিন রুশ সামরিক বাহিনীর প্রধানকে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের জন্য অবকাঠামোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ