চাঁদপুরে ট্রেনের ধাক্কায় আহত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম হাওলাদার (৬৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার দাসাদী গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস শাহতলী বাজার রেলগেট অতিক্রম করছিল। ওই সময় মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে–মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক আবুল কালাম। প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজধানীতে পাঠানো হয়।

এদিকে শাহতলী বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দুর্ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মোবারক হোসেন রেলগেটটিতে উপস্থিত ছিলেন না। তিনি সময়মতো ব্যারিয়ার নামালে এ দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনার পর থেকে মোবারক পলাতক।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর বলেন, ‘এ ঘটনার পর আমরা আবুল কালামের বাড়িতে যোগাযোগ করেছি। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। গেটম্যানের গাফিলতি ছিল কি না, সেটি তদন্ত করে দেখা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

আরো পড়ুন:

১১ মাসে ৭৫৪ কোটি টাকার পণ্য জব্দ বিজিবির

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পালংখালী বিওপির একটি টহল দল উখিয়ার ফারিরবিল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা তিনটি কালো ব্যাগ ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যায়। ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩৬টি কার্টনে মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ঘটনার পর পুরো এলাকায় রাতভর অভিযান চালানো হলেও কোনো মাদক কারবারিকে আটক করা যায়নি।

জব্দ করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত নিবন্ধ