ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানরত অবস্থায় ধরা পড়লে ৩০০ টাকা জরিমানা এবং মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। আজ সোমবার জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে এই নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাভারে হত্যা মামলায় গ্রেপ্তার ২

ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে আবু সাঈদ নামে একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি মো. জালাল উদ্দিন। 

আরো পড়ুন:

বগুড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বিআরডিবির হিসাবরক্ষক আনিছুর গ্রেপ্তার

এর আগে, ভোররাত ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার খালেদ মৃধাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম (৩৫) ও মৃত মতি মিয়ার ছেলে সোলেমান (৪৫)।

গত ২২ অক্টোবর উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেনকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত নিবন্ধ