শরীয়তপুর-১ (সদর-জাজিরা) ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত নেতার কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শরীয়তপুরের জাজিরা ও কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে দুই জেলার মহাসড়কেই দীর্ঘ যানজট তৈরি হয়।

আজ সন্ধ্যায় শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একাংশের নেতা-কর্মীরা। জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় শরীয়তপুর-ঢাকা সড়কে এ কর্মসূচি করা হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করার পর তাঁরা মহাসড়ক ছেড়ে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ শরীয়তপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ডামুড্যা উপজেলার বাসিন্দা। এখানে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমজাদ সওদাগর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান। সাঈদ আহমেদকে মনোনয়ন দেওয়ার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন সরদার নাছির উদ্দিনের সমর্থকেরা।

আজ নাছির উদ্দিনের সমর্থকেরা জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানান। সড়ক অবরোধের কারণে শরীয়তপুর-ঢাকা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যানবাহনের চালক ও যাত্রীদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।

জাজিরার বড় গোপালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাদশা সরদার প্রথম আলোকে বলেন, যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর বাড়ি অন্য একটি নির্বাচনী এলাকায়। তিনি কখনো শরীয়তপুর-১ আসনের বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এ অঞ্চলের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদেরও চেনেন না। যাঁকে চেনেন না, তাঁকে কীভাবে ভোট দিতে যাবেন? এ জন্য তাঁরা প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

পালেরচর ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল জলিল মাদবর বলেন, অন্য এলাকা থেকে একজনকে ধরে এনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। এটা তৃণমূলের নেতা-কর্মীরা মানতে পারছেন না। তাই তৃণমূলের নেতা-কর্মীরা সম্মিলিতভাবে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। তাঁরা চান, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা সরদার নাছির উদ্দিনকে মনোনয়ন দেওয়া হোক।

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ। বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার রামপুর এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ক ষ ভ কর ব এনপ র স র উদ দ ন উপজ ল র এল ক য় সরদ র

এছাড়াও পড়ুন:

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিল ব্রাজিল

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় বুধবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছেন। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মশাবাহিত এই প্রাণঘাতী রোগ বাড়তে থাকার মধ্যে টিকার ব্যবহার শুরু করছে ব্রাজিল।

ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান–ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে–০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে। এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে।

ব্রাজিলজুড়ে আট মাস ধরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এখন দ্রুততার সঙ্গে সহজে দেশজুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া যাবে।

সাও পাওলোয় এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ‘ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটা একটি ঐতিহাসিক অর্জন।’ তিনি আরও বলেন, ‘দশকের পর দশক ধরে যে রোগ আমাদের বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এখন খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে।’

এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স–এর সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি।

টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে ব্রাজিলে ১৬ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তাতে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১ দশমিক ৬ শতাংশ।

এডিস এজিপ্টি মশার মাধ্যমে মানুষের দেহে ডেঙ্গুর জীবাণু সংক্রমণ ঘটে। গত বিশ্বে এযাবৎকালের সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এতে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য।

গত বছর ডেঙ্গুতে এসব মৃত্যুর অর্ধেকই হয়েছে ব্রাজিলে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এ বছর যত ডেঙ্গু সংক্রমণ হয়েছে, তার ১৯ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণায়ন।

সম্পর্কিত নিবন্ধ