রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সঙ্গে যুক্ত করে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, মেট্রোরেল চলন্ত অবস্থায় উড়াল রেলপথের কাঠামোর একটি অংশ ধসে পড়ছে। পোস্টে দাবি করা হয়, এটি ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে যাওয়ার দৃশ্য।

ভিডিওটি টিকটক ব্যবহারকারী @mdmohibulla09 নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘হঠাৎ করে মেট্রোরেল ভেঙে পড়ে একজনের মৃত্যু হলো ফার্মগেট’ ক্যাপশনসহ পোস্ট করা হয়।

লিংক: এখানে

আর্কাইভ লিংক: এখানে

এরপর Swapon Ahmed নামের একটি ফেসবুক আইডি থেকেও একই ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটির ক্যাপশন ছিল, ‘ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড কীভাবে খুলে পড়ছে।’

লিংক: এখানে

আর্কাইভ লিংক: এখানে

ভিডিওটির নিচে লেখা মন্তব্যে রাজনীতিবিদদের ‘লুটপাটের’ কথা উল্লেখ করে মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক দুর্নীতির ফল বলেও দাবি করা হয়।

ভিডিওতে আশপাশের দৃশ্য দেখে তা ঢাকার বলে মনে হওয়ায় অনেকে বিভ্রান্ত হন। প্রথম আলো ফ্যাক্ট চেক ডেস্ক যাচাই করে দেখতে পেয়েছে, ভাইরাল ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক (Deepfake) ভিডিও।

ভিডিওটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে বেশ কিছু অসংগতি স্পষ্ট বোঝা যায়। প্রথমত, ঢাকা মেট্রোরেলের ট্র্যাকে স্টিলের কোনো রেলিং নেই, যেটি ভিডিওতে দেখা গেছে। দ্বিতীয়ত, মেট্রোরেলের প্রতিটি ট্রেনে ছয়টি বগি থাকে, অথচ ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলটি মাত্র একটি বগি নিয়ে চলছে।

এ ছাড়া ধসে পড়া স্লাবের দৃশ্যটি বাস্তবের সঙ্গে বেমানান এবং কৃত্রিমভাবে যুক্ত করা বলে মনে হয়। ভিডিওর দৃশ্যের প্রতিটি ফ্রেমে ছায়া, প্রতিফলন ও গতিবিধির অসামঞ্জস্যতাও লক্ষ করা যায়, যা কোনো বাস্তব দৃশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব উপাদান স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

ভিডিওটি Deep Fake O Meter নামের অনলাইন টুলে বিশ্লেষণ করলে এর ১০০ শতাংশই এআই জেনারেটেড হিসেবে শনাক্ত হয়েছে।

গতকাল রোববার (২৬ অক্টোবর) মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে যুবকের মৃত্যু নিয়ে সব জাতীয় গণমাধ্যমেই সংবাদ, ছবি, ভিডিও প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত হওয়ার কথা রয়েছে। কোনো কাঠামো ধসে পড়ার কোনো খবর বা ছবি আসেনি।

লিংক: এখানে,এখানে,এখানে

মেট্রোরেলের বিয়ারিং প্যাড রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার এক ধরনের প্যাড, যা অনেকটা বিছানার ম্যাট্রেসের মতো করে ব্যবহৃত হয়। মেট্রোরেলের উড়ালপথ, যেটিকে ভায়াডাক্ট বলা হয়, তার সঙ্গে স্তম্ভ বা পিলারের সংযোগস্থলে বিয়ারিং প্যাড দেওয়া হয়। ওই বিয়ারিং প্যাডের একটি গতকাল খসে পড়েছিল। তার ছবিও গণমাধ্যমে এসেছে।

সুতরাং ফার্মগেটের মেট্রোরেল স্তম্ভ থেকে বিয়ারিং প্যাড খসে পড়ার সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো সম্পর্ক নেই। ভিডিওটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি একটি কাল্পনিক দৃশ্য।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র মগ ট র একট

এছাড়াও পড়ুন:

মিরপুরে আগুনের ঘটনায় ১১ দিন পর আরেকটি মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনার ১১ দিন পর ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রাব্বি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

১৪ অক্টোবর শিয়ালবাড়ির ৩ নম্বর রোডে অবস্থিত আলম ট্রেডার্স নামের ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। এই আগুন বিস্ফোরিত হয়ে বিপরীত পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।

ভবনটির দোতলায় স্মার্ট প্রিন্টিং নামের একটি কারখানায় টি-শার্ট প্রিন্ট করা হয়। আর তিন ও চারতলায় আর এন ফ্যাশন নামের একটি পোশাক কারখানা আছে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • এমপিওভুক্ত শিক্ষকদের দুর্দশা লাঘবের উপায় কী
  • অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা, অ্যাশেজের শুরুতে নেই কামিন্স
  • রাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু. বিচার দাবিতে বিক্ষোভ
  • মৃত্যুর ২৯ বছর পরও ফ্যাশন ও স্টাইলে সালমান শাহ যে কারণে অনন্য
  • ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
  • আবুল কালামের জীবনের দাম যখন আড়াই ভরি সোনার সমান
  • প্যারাগুয়ের চুরির ভিডিওকে ভারতে বাংলাদেশির বলে প্রচার
  • বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম: পাকিস্তানি অভিনেত্রী
  • মিরপুরে আগুনের ঘটনায় ১১ দিন পর আরেকটি মরদেহ উদ্ধার