স্মার্টফোনে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে অ্যালবিরিওক্স ম্যালওয়্যার
Published: 5th, December 2025 GMT
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘অ্যালবিরিওক্স’ ম্যালওয়্যার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ক্ষতিকর ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করলেই হ্যাকাররা দূর থেকে ফোন নিয়ন্ত্রণ, প্রতারণামূলক লেনদেন, সংবেদনশীল তথ্য সংগ্রহসহ রিয়েলটাইমে নানা কার্যক্রম পরিচালনা করতে পারে। ফলে ব্যবহারকারীদের আর্থিক তথ্যসহ গুরুত্বপূর্ণ সব তথ্য ফাঁস হয়ে যায়।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লিফির গবেষকেরা জানিয়েছেন, ব্যাংকিং, ফিনটেক, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ট্রেডিং অ্যাপের মাধ্যমে অ্যালবিরিওক্স ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে। উন্নত প্রযুক্তির ম্যালওয়্যারটি অনেক অ্যান্টিভাইরাসের নজর এড়িয়ে যাচ্ছে। শুধু তা–ই নয়, ম্যালওয়্যারটি ‘গোল্ডেন ক্রিপ্ট’ নামের তৃতীয় পক্ষের ক্রিপ্টিং সেবার সঙ্গে যুক্ত। ফলে সহজেই ফোনের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে পারে।
ভুয়া গুগল প্লে স্টোর পেজের মাধ্যমে ছড়িয়ে পড়া অ্যালবিরিওক্স ম্যালওয়্যার এনক্রিপ্টহীন টিসিপি সকেট ব্যবহার করে দূরবর্তী সার্ভারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপন করতে পারে। ফলে হ্যাকাররা সহজেই ভিএনসি ব্যবহারে ডিভাইস নিয়ন্ত্রণ, তথ্য সংগ্রহ, কালো বা ফাঁকা পর্দা দেখানো এবং ভলিউম নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি এটি আলাদা একটি ভিএনসি–ভিত্তিক রিমোট অ্যাকসেস মডিউল ইনস্টল করে সরাসরি ফোন নিয়ন্ত্রণ করতে পারে।
আরও পড়ুনসাইবার হামলা থেকে স্মার্টফোন নিরাপদ রাখতে মানতে হবে এই ৫ নিয়ম০৭ ফেব্রুয়ারি ২০২৫সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, অ্যালবিরিওক্স ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকতে সব সময় গুগল প্লে স্টোর বা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে হবে। শুধু তা-ই নয়, অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহারেও সতর্ক থাকতে হবে।
সূত্র: দ্য হ্যাকার নিউজ
আরও পড়ুনএআই দিয়ে তৈরি ম্যালওয়্যারের মাধ্যমে র্যানসমওয়্যার সাইবার হামলার আশঙ্কা২৯ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা
শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বাধা দেওয়ায় ইট দিয়ে রাজীব বিশ্বাস নামের এক সহকারী শিক্ষকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
আহত রাজীব একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযুক্ত নয়ন হোসেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, ৫ শিক্ষার্থী বহিষ্কার
স্থানীয় সূত্র জানায়, শিক্ষকদের প্রতি নির্দেশনা থাকার পরেও পরীক্ষা দিতে আসা শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্কুলে ঢুকতে দেননি সহকারী শিক্ষকরা। স্কুল গেটেই শিক্ষকরা জানিয়ে দেন, আজ ক্লাস বা পরীক্ষা কিছুই হবে না। পরে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন অভিভাবকরা। এরপর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর রবের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীদের আবার স্কুলে ডেকে এনে দায়সারা পরীক্ষা নেওয়া হয়।
এরপর বিষয়টি জানতে পেরে উপজেলার কয়েকশ শিক্ষক সেখানে উপস্থিত হন। তাদের থামাতে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় বিএনপি নেতাদের ফোন করে বিষয়টি জানান। পরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়ন, জবা ও বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে শিক্ষকদের ওপর চড়াও হন। এসময় তারা সহকারী শিক্ষক রাজীব বিশ্বাসের মাথায় ইট দিয়ে আঘাত করেন।
আহত শিক্ষক রাজীব বিশ্বাস বলেন, “চলমান শাটডাউনের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত না মেনে প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছিলেন। আমরা সেখানে উপস্থিত হলে তিনি সন্ত্রাসী ডেকে এনে আমাদের মারধর করেন। আমার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। অন্য শিক্ষরা না থাকলে আমাকে মেরে ফেলতো।”
সন্ত্রাসীদের চেনেন কি না এমন প্রশ্নে তিনি যুবদল নেতা নয়ন ও জবাকে চিনেছেন বলে জানান।
ফরিদপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়ন বলেন, “আমার জানতে পারি, সহকারী শিক্ষকেরা শিশু শিক্ষার্থীদের রুমে আটকে রেখেছে। বিষয়টি দেখতে গেলে সহকারী শিক্ষকেরা আমাদের ওপর চড়াও হন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়।”
ফরিদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “চলমান পরিস্থতিতে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের দূরত্ব সৃষ্টি হয়েছে।” এ ঘটনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, “ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/মাসুদ