বিশ্বকাপ ফুটবল। ফুটবলের তো বটেই, তর্কযোগ্যভাবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা। সেই বিশ্বকাপে ফুটবলে সুযোগ পাওয়াটা সহজ নয় মোটেই। বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় সেখানে। বাংলাদেশ-ভারতের মতো কত দেশ এখনো দর্শক হয়ে দেখে বিশ্বকাপ আর আফসোস করে—ইশ্, আমরাও যদি থাকতাম।

একটা সময় অবশ্য বিশ্বকাপের মর্যাদা এতটা ছিল না। অনেক দেশ তো সুযোগ পেয়েও নানা অজুহাতে খেলতে যায়নি বিশ্বকাপে। ‘যাব না বিশ্বকাপে’—এ কথাটা সবচেয়ে বেশি হয়েছে ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরেই। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলের অভাবে শেষ পর্যন্ত ১৩ দল নিয়ে হয়েছিল চতুর্থ বিশ্বকাপ।

এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্বে নাম লিখিয়েছিল ভারত, বার্মা (এখনকার মিয়ানমার), ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। বাছাইপর্ব শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেয় বার্মা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। তাতে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে জায়গা করে নেয় ভারত।

১৯৫০ বিশ্বকাপের পোস্টার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

সুযোগ পেয়েও ১৯৫০ বিশ্বকাপে যায়নি ৬টি দল, কী কারণে জানেন

বিশ্বকাপ ফুটবল। ফুটবলের তো বটেই, তর্কযোগ্যভাবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা। সেই বিশ্বকাপে ফুটবলে সুযোগ পাওয়াটা সহজ নয় মোটেই। বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় সেখানে। বাংলাদেশ-ভারতের মতো কত দেশ এখনো দর্শক হয়ে দেখে বিশ্বকাপ আর আফসোস করে—ইশ্, আমরাও যদি থাকতাম।

একটা সময় অবশ্য বিশ্বকাপের মর্যাদা এতটা ছিল না। অনেক দেশ তো সুযোগ পেয়েও নানা অজুহাতে খেলতে যায়নি বিশ্বকাপে। ‘যাব না বিশ্বকাপে’—এ কথাটা সবচেয়ে বেশি হয়েছে ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরেই। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলের অভাবে শেষ পর্যন্ত ১৩ দল নিয়ে হয়েছিল চতুর্থ বিশ্বকাপ।

এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্বে নাম লিখিয়েছিল ভারত, বার্মা (এখনকার মিয়ানমার), ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। বাছাইপর্ব শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেয় বার্মা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। তাতে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে জায়গা করে নেয় ভারত।

১৯৫০ বিশ্বকাপের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ