‘কিং অব রোম্যান্স’ শাহরুখ বিয়ে নিয়ে কী পরামর্শ দিলেন
Published: 5th, December 2025 GMT
গতকাল লন্ডনে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। লন্ডনের লেস্টার স্কয়ারে দুই তারকা শাহরুখ ও কাজল ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে। সেখানেই বিবিসির সঙ্গে কথা বলেন শাহরুখ ও কাজল।
শাহরুখের পরামর্শ
বলিউডের ‘কিং অব রোম্যান্স’ নামে পরিচিত শাহরুখ খান। সম্প্রতি বিয়ে করেছেন, এ কথা শুনে তাঁকে সামনে পেয়ে নতুন দাম্পত্যজীবনের জন্য কিছু পরামর্শ চান বিবিসির সাংবাদিক। কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই হেসে উঠলেন তাঁর দীর্ঘদিনের সহশিল্পী কাজল। তিনি বলেন, ‘ও তো শুধু বিয়ের আগপর্যন্ত পরামর্শ দিতে পারে! বিয়ের পরের জীবনের ওপর ওর কোনো সিনেমাই তো নেই’, হাসতে হাসতে বললেন কাজল। শাহরুখও সেই কথায় সায় দিলেন, ‘হ্যাঁ, বিয়ের আগপর্যন্ত তো বলতে পারতাম। বিয়ের পর নিজেকেই সামলাতে হয়!’
তবুও নবদম্পতিদের জন্য ছোট্ট কিছু উপদেশ দিতে ভুল করেননি কিং খান। ‘রোম্যান্স থাকতে হবে। গান গাইতে হবে’, বললেন তিনি। কাজল যোগ করলেন, ‘আর অবশ্যই “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে”দেখতেই হবে।’
গতকাল লন্ডনে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। শাহরুখের এক্স থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ও ক জল
এছাড়াও পড়ুন:
‘কিং অব রোম্যান্স’ শাহরুখ বিয়ে নিয়ে কী পরামর্শ দিলেন
গতকাল লন্ডনে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। লন্ডনের লেস্টার স্কয়ারে দুই তারকা শাহরুখ ও কাজল ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে। সেখানেই বিবিসির সঙ্গে কথা বলেন শাহরুখ ও কাজল।
শাহরুখের পরামর্শ
বলিউডের ‘কিং অব রোম্যান্স’ নামে পরিচিত শাহরুখ খান। সম্প্রতি বিয়ে করেছেন, এ কথা শুনে তাঁকে সামনে পেয়ে নতুন দাম্পত্যজীবনের জন্য কিছু পরামর্শ চান বিবিসির সাংবাদিক। কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই হেসে উঠলেন তাঁর দীর্ঘদিনের সহশিল্পী কাজল। তিনি বলেন, ‘ও তো শুধু বিয়ের আগপর্যন্ত পরামর্শ দিতে পারে! বিয়ের পরের জীবনের ওপর ওর কোনো সিনেমাই তো নেই’, হাসতে হাসতে বললেন কাজল। শাহরুখও সেই কথায় সায় দিলেন, ‘হ্যাঁ, বিয়ের আগপর্যন্ত তো বলতে পারতাম। বিয়ের পর নিজেকেই সামলাতে হয়!’
তবুও নবদম্পতিদের জন্য ছোট্ট কিছু উপদেশ দিতে ভুল করেননি কিং খান। ‘রোম্যান্স থাকতে হবে। গান গাইতে হবে’, বললেন তিনি। কাজল যোগ করলেন, ‘আর অবশ্যই “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে”দেখতেই হবে।’
গতকাল লন্ডনে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। শাহরুখের এক্স থেকে