ভূমিকম্পে খসে পড়ল ছাত্র হলের পলেস্তারা, সিঁড়িতে ফাটল
Published: 21st, November 2025 GMT
ভূমিকম্পে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলের পলেস্তারা খসে পড়েছে। এতে শিক্ষার্থীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হলে এ ঘটনা ঘটে। এতে পলেস্তারা খসে পড়ার পাশাপাশি ভবনের সিঁড়িতেও ফাটল দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভাষাশহীদ আবদুস সালাম হলটি ছাত্রদের জন্য বরাদ্দ। চারতলা ভবনের চতুর্থ তলার বি–ব্লকের পশ্চিম পাশে শৌচাগারে যাতায়াতের দরজার ওপরের অংশের পলেস্তারা খসে পড়েছে। একই তলার পাশের সিঁড়িতেও ফাটল দেখা দিয়েছে। যদিও এ অংশ আগে থেকেই অল্প ফাটল ছিল। তবে এখন তা দৃশ্যমান আকার ধারণ করেছে।
জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ মো.
জানতে চাইলে হলের আবাসিক শিক্ষার্থী আবদুল হাই প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের সময় তিনি পড়ার টেবিলে ছিলেন। হঠাৎ দেখেন, সবকিছু দুলছে। তখন সহপাঠীকে বলছিলেন রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে কম্পন থেমে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় রয়েছেন। প্রাধ্যক্ষ তাঁকে খসে পড়া অংশের ছবি পাঠিয়েছেন। এটি বড় কোনো সমস্যা নয়। এরপরও এক প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সরেজমিনে দেখে প্রতিবেদন দেবেন।
আরও পড়ুন‘ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি’৩ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ প্রধান উপদেষ্টার
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তারা কয়েক মিনিট কথা বলেন।
সন্ধ্যা ৫টা ২৭ মিনিটের দিকে চেয়ারপারসনকে বিদায় জানান সেনাপ্রধান।
সেনাকুঞ্জে অনুষ্ঠিত আয়োজনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ