ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনের ‘দৃষ্টিভঙ্গি’ নিয়ে আমেরিকার সাথে কাজ করতে প্রস্তুত। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে তিনি এ কথা বলেছেন।

ব্যাপকভাবে ফাঁস হওয়া পরিকল্পনার আওতায় কিয়েভ পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উল্লেখযোগ্য এলাকা ছেড়ে দেবে, তাদের সেনাবাহিনীর আকার কমিয়ে দেবে এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দেবে। এই প্রস্তাবগুলো ইউক্রেন এর আগে প্রত্যাখ্যান করেছিল।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভের মধ্যে বৈঠকের পর প্রকাশিত এই পরিকল্পনার খসড়া তৈরিতে ইউক্রেন জড়িত ছিল না বলে প্রথমে দাবি করা হয়েছিল। তবে হোয়াইট হাউস এই দাবি প্রত্যাখ্যান করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন মার্কিন সামরিক সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অবস্থান পরিবর্তন করেছেন যাতে ন্যাটোর অর্থায়নের মাধ্যমে ইউক্রেন আরো সাহায্য পায়।  

রাতের ভাষণে জেলেনস্কি বলেছেন, কিয়েভে মার্কিন সামরিক কর্মকর্তারা “তাদের প্রস্তাব, যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিষয়গুলো নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।”

তিনি বলেছেন, “যুদ্ধের প্রথম দিন থেকেই, আমরা একটি খুব সহজ অবস্থান বজায় রেখেছি: ইউক্রেনের শান্তি প্রয়োজন। একটি প্রকৃত শান্তি - যা তৃতীয় আক্রমণের মাধ্যমে ভঙ্গ হবে না।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন প রস ত ন কর ছ

এছাড়াও পড়ুন:

৫২ সিনেমা আয় করেছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা...

তাঁকে এখন বক্স অফিসের রানী বলাই যায়। কারণ, তাঁর অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে যা আয় করেছে তার ধারেকাছে নেই অন্য কোনো তারকা। চলতি বছর ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ দিয়ে নিজের ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। এই অভিনেত্রী আর কেউ নন, স্কারলেট জোহানসন। আজ ২২ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর বক্স অফিসের রানী হয়ে ওঠার গল্প।

শুরুর গল্প
১৯৮৪ সালের ২২ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে জন্ম স্কারলেট জোহানসনের। ছোটবেলায় তাঁর আগ্রহ ছিল নাচে, বিভিন্ন জায়গায় নাচের তালিম নিয়েছেন। এরপর শিশুশিল্পী হিসেবে কাজ করা শুরু করেন টেলিভিশনের বিভিন্ন প্রকল্পে। মাত্র ৯ বছর বয়সে ‘লেট নাইট উইথ কোনান ওব্রায়ান’–এর একটি পর্বে দেখা যায় তাঁকে। এটিই ছিল তাঁর প্রথম উপার্জন। এর পরের বছরগুলোতে শিশুশিল্পী হিসেবে নিয়মিত কাজ করতে থাকেন। বড় হওয়ার পর ২০০৩ সালে দুই সিনেমা—‘লস্ট ইন ট্রান্সলেশন’ ও ‘গার্ল উইথ আ পাল এয়াররিং’–এ দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই শুরু, এরপর গত ২২ বছরে তাঁকে দেখা গেছে ভিন্নধর্মী বিভিন্ন প্রকল্পে। দর্শক থেকে সমালোচক—সবার কাছেই স্কারলেট জোহানসন হয়ে উঠেছেন সমীহ–জাগানিয়া এক নাম।

স্কারলেট জোহানসন

সম্পর্কিত নিবন্ধ