বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, “ক্রিকেটের মান উন্নয়নে প্রতিটি এলাকায় ক্রিকেটের জোয়ার তৈরি করতে হবে। পাড়া-মহল্লার ক্লাব ও সংগঠনগুলোকে নিয়মিত ক্রিকেট খেলা আয়োজনে উৎসাহ দিতে হবে। সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেবে বিসিবি। নতুন খেলোয়াড় তৈরিতে সর্বাত্মক কাজ করছে বিসিবি।”

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি। 

আসিফ আকবর বলেছেন, “খুদে ক্রিকেটারদের পেশাদার ক্রিকেটার হিসেবে তৈরি করতে যা যা প্রয়োজন করা হবে। স্টেডিয়ামের বাইরে বিকল্প খেলার মাঠ তৈরি করতে হবে, যাতে বছরে অন্তত আট মাস ক্রিকেট খেলা চলে।” 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিসিবির পরিচালক  হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, আম্পায়ার সাকির হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। 

এ সময় ক্রিকেটার, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ক্রিকেটের উন্নয়নের পরামর্শ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

আসিফ আকবর গাইবান্ধা জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় জেলা স্টেডিয়াম ও ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।

এর পরে দুপুরে কুড়িগ্রামে যান বিসিবি পরিচালক আসিফ আকবর। সেখানে জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি।

এ সময় আসিফ আকবর বলেন, খেলোয়াড়দের অনুশীলনের মাঠে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরি

দর্শন শেষে স্টেডিয়ামের হলরুমে খেলোয়াড়, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় বিসিবির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/মাসুম/বাদশাহ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এ সময়

এছাড়াও পড়ুন:

‘চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি’

রংপুরের মাঠ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য কতটা উপযোগী, তা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠ ঘুরে দেখে তিনি।

সেখানে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষ সাংবাদিকদের আসিফ আকবর বলেন, “মাঠ আছে, কিন্তু ফ্যাসিলিটির ঘাটতি এখনো বড় বাধা। বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির লক্ষ্যে স্কুল ও মাদরাসা পর্যায়ে কাজ চলছে। চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি।”

আরো পড়ুন:

ভালোবাসা, গর্বে মোড়ানো মুশফিকের ‘একশ’ টেস্ট

অস্ট্রেলিয়ার অ্যাশেজ একাদশ ঘোষণা, নতুন দুই মুখের অভিষেক

তিনি বলেন, “আপাতত সবচেয়ে বড় সংকট সীমিত মাঠ। এজন্য মাঠের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইয়ার ক্যালেন্ডার। যেহেতু সম্পদ সীমিত, তাই পরিকল্পিতভাবে মাঠ ব্যবহারের ব্যবস্থা করতে হবে। ক্যালেন্ডার হলে জটিলতা অনেকটাই কমে আসবে।”

রংপুরে বিপিএল আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, “বিপিএল আয়োজনের মতো আধুনিক সুবিধা রংপুরে এখনো নেই। তবে, বিসিবির বিভাগীয় অফিস স্থাপন হলে অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।”

পরিদর্শনকালে বিসিবি পরিচালক হাসানুজ্জামানসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘চতুর্থ শ্রেণি থেকেই খেলোয়াড় বাছাই শুরু করেছে বিসিবি’