বান্দরবানের আলীকদম বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে একটি ভালুকের ছানা উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে আসা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল অভিযান চালিয়ে ভালুকের বাচ্চাটিকে উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তারা ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল আলীকদম উপজেলা শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাজারের একটি ছোট্ট গলিতে পরিত্যক্ত অবস্থায় ৯ থেকে ১০ মাস বয়সের ভালুকছানাটিকে পাওয়া যায়। তবে ছানাটিকে কারা কোথা থেকে নিয়ে এসেছে, তা জানা যায়নি।

লামা বন বিভাগের আলীকদম উপজেলার তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মো.

আরিফুল ইসলাম জানিয়েছেন, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে কেউ না কেউ পাচারের জন্য ভালুকের ছানাটি ধরেছে। কিন্তু পাচারের আগে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যদের কাছে সংবাদ পৌঁছে যায়। তাঁরা ঢাকা থেকে আসেন। স্থানীয় বন বিভাগের সহায়তায় ছানাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছানাটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, কীভাবে ভালুকের ছানাটিকে আনা হয়েছে; তা খতিয়ে দেখা হচ্ছে। বন্য প্রাণী সুরক্ষায় বন বিভাগের নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন য প র ণ বন ব ভ গ র উদ ধ র

এছাড়াও পড়ুন:

তিন জাতি নারী ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন লিফট

ঘরের মাঠে তিন জাতি নারী ফুটবল সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের মুখোমুখি হবে আজারবাইজান ও মালয়েশিয়া।

এই টুর্নামেন্ট ঘিরে ফুটবল সমর্থকদের উন্মাদনার শেষ নেই। এমন উন্মাদনা, উল্লাসে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। টুর্নামেন্টের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন লিফট।

আরো পড়ুন:

মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য রপ্তানির নতুন সুযোগ

শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে নতুন চিঠি ঢাকার: পররাষ্ট্র উপদেষ্টা

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্পন্সর হিসেবে যুক্ত হলো ওয়ালটন লিফট। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার মো. জেনান-উল-ইসলাম, মার্কেটিং বিভাগের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন লিফটের ব্র্যান্ড ম্যানেজার মো. বিজয় ইসলাম আরিফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

জানা গেছে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গেও যুক্ত ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে বহন করা ওয়ালটন। ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাচ্ছে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।

আমিন খান বলেন, “ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন দেশের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। এবার বড় আয়োজনে, বৃহৎ পরিসরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন লিফট।

ঢাকা/সুজন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ