Risingbd:
2025-11-27@05:37:21 GMT

মাঠের বাইরেও লিটনের ‘লড়াই’!

Published: 27th, November 2025 GMT

মাঠের বাইরেও লিটনের ‘লড়াই’!

পল স্টার্লিং বেশ খোশমেজাজেই ছিলেন। গতকাল হোটেলের গার্ডেনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়ারল‌্যান্ড অধিনায়কের মুখ থেকে এক মুহূর্তের জন‌্য হাসি সরেনি। তার সঙ্গে থাকা লিটনেরও প্রায় এক অবস্থা। কিন্তু ভেতরে তার দহন চলছিল বোঝার উপায় ছিল না কোনো ভাবেই।

ওই আনুষ্ঠানিকতা সেরে প্রথম টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে সাগর পাড়ের স্টেডিয়ামে ছুটে আসেন বাংলাদেশের অধিনায়ক। এসেই বিস্ফোরক মন্তব‌্যে তোলপাড় করে দেন ক্রিকেটাঙ্গন। একদিন পরই আয়ারল‌্যান্ডের বিপক্ষে একই মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন। কিন্তু সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব‌্যে লিটন মাঠের বাইরেও বানিয়ে ফেললেন প্রতিপক্ষ!

জাতীয় দলের নির্বাচক প‌্যানেলের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জানিয়েছেন, দল নির্বাচনে তার কোনো ভূমিকা নেই। একটি দল দেওয়া হয়, সেই দল নিয়েই খেলতে বলা হয়। তার অভিযোগ আবার অস্বীকার করে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, লিটনের সঙ্গে দল নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছেন নিজেদের মতো করে।

দুজনের বক্তব্যের মধ্যে কিছু ফাঁক আছে। কে পুরোপুরি সত্যি বলেছেন সেটা বোঝা কঠিন। তবে একটা কোচ-অধিনায়ক এবং নির্বাচক এখন দুই মেরুতে সেটা স্পষ্ট হয়ে গেছে সহজেই।

যেই ক্রিকেটারকে নিয়ে এতো উত্তপ্ত পরিবেশ, দুই মেরুতে অবস্থান সেই ক্রিকেটারের পারফরম‌্যান্স একেবারে যাচ্ছেতাই। শামীম হোসেন পাটোয়ারী শেষ সাত ইনিংসে রান করেছেন মাত্র ৬৫। যার তিনটিতেই আবার ডাক। আয়ারল‌্যান্ড সিরিজে তাকে রাখা-না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন থেকেই এখন উত্তপ্ত বাংলাদেশ দলের ড্রেসিংরুম, গোটা পরিবেশ।

মাঠে আয়ারল‌্যান্ডের বিপক্ষে লড়াই। আর মাঠের বাইরে নীতিনির্ধারকদের বিরুদ্ধে। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রধান নির্বাচক নিজের অবস্থান ব‌্যাখ‌্যা করে বলেছেন, ‘‘সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোন খেলোয়াড়ের ব্যাপারে এবং সেখানে কোন অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ।’’

অন‌্যদিকে লিটনের অবস্থান তার, দায় খেলোয়াড়ের ওপর। শামীম হোসেনকে নিতে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠজুড়ে, ‘‘শামীম কিন্তু একটা সময়ে দুই-তিনটি সিরিজে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, সেটা শামীমের জন্যও হতাশাজনক। অধিনায়ক হিসেবে আমিও…আমি তাকে সরি ছাড়া কিছুই বলতে পারব না তাকে। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক করতে পারিনি।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। অধিনায়ক মাঠের ক্রিকেটে সেরাটা নিয়ে সেরা একাদশ, স্কোয়াড বেছে নিতে চাইবেন। নির্বাচকরাও তাই। হাতে থাকা সেরা অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে যাচাই-বাছাই করতে চাইবেন। কিন্তু দুই পক্ষের রসায়ন যে জমে উঠছে না, সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব সৃষ্টি ও ফাটল দেখা দিচ্ছে তা নিশ্চিতভাবেই ভয়ের কারণ। 

লিটনের সামনে কঠিন পরীক্ষা শুধু নির্বাচক নয়, বোর্ডের বিরুদ্ধেও। কেননা নির্বাচকদের দেওয়া দলটাই অনুমোদন করে বোর্ড। সেক্ষেত্রে আয়ারল‌্যান্ড সিরিজে শুধু জিতলেই হচ্ছে না, মাঠের বাইরের লড়াইটাও জিততে হবে তাদেরকে।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল টন র অবস থ

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না সমতা লেদার

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জুলাই-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৫ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৩৫ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ