ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
Published: 27th, November 2025 GMT
ঝিনাইদহে স্ত্রী পারুলকে হত্যার দায়ে স্বামী মতিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান জেলার কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের মৃত নজের আলী মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে মতিয়ার রহমান তার স্ত্রী পারুলকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।
ঢাকা/শাহরিয়ার/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টি হয়েছে। পিটিআইয়ের পক্ষ থেকে এই ব্যাপারে সরকারের কাছে স্পষ্টবার্তা দাবি কর হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে তার বোনদের একাধিকবার সাক্ষাত করতে দেওয়া হয়নি। এর ফলে স্বজনরা ইমরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে এবং আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছে।
এক্স-এর বেশ অ্যাকাউন্ট থেকে ইমরানের মৃত্যুর অযাচাইকৃত দাবি শেয়ার করা হয়েছে। ভারতীয় মিডিয়াও তার স্বাস্থ্য সম্পর্কে কথিত গুজব সম্পর্কে রিপোর্ট করেছে। ২৭ নভেম্বর সকালে এক্স-এ ‘ইমরান খান কোথায়?’ ট্রেন্ডিংও ছিল।
২৭ নভেম্বর ভোরে এক্স-এ জারি করা এক বিবৃতিতে পিটিআই বলেছে, “আফগান ও ভারতীয় মিডিয়া এবং বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো” থেকে খানের স্বাস্থ্য সম্পর্কে ‘ঘৃণ্য প্রকৃতির গুজব’ ছড়িয়ে পড়ছে।
দলটির দাবি, “বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে ও স্পষ্টভাবে গুজবটি খারিজ করে এবং স্পষ্ট করে ইমরান ও তার পরিবারের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করুক। ইমরানের স্বাস্থ্য, নিরাপত্তা এবং বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ও স্বচ্ছ বিবৃতি জারি করা উচিত।”
দলটি তার বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, “জাতি তার নেতার (ইমরান) মর্যাদা সম্পর্কে কোনো অনিশ্চয়তা সহ্য করবে না।”
ঢাকা/শাহেদ