ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব
Published: 27th, November 2025 GMT
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টি হয়েছে। পিটিআইয়ের পক্ষ থেকে এই ব্যাপারে সরকারের কাছে স্পষ্টবার্তা দাবি কর হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে তার বোনদের একাধিকবার সাক্ষাত করতে দেওয়া হয়নি। এর ফলে স্বজনরা ইমরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে এবং আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছে।
এক্স-এর বেশ অ্যাকাউন্ট থেকে ইমরানের মৃত্যুর অযাচাইকৃত দাবি শেয়ার করা হয়েছে। ভারতীয় মিডিয়াও তার স্বাস্থ্য সম্পর্কে কথিত গুজব সম্পর্কে রিপোর্ট করেছে। ২৭ নভেম্বর সকালে এক্স-এ ‘ইমরান খান কোথায়?’ ট্রেন্ডিংও ছিল।
২৭ নভেম্বর ভোরে এক্স-এ জারি করা এক বিবৃতিতে পিটিআই বলেছে, “আফগান ও ভারতীয় মিডিয়া এবং বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো” থেকে খানের স্বাস্থ্য সম্পর্কে ‘ঘৃণ্য প্রকৃতির গুজব’ ছড়িয়ে পড়ছে।
দলটির দাবি, “বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে ও স্পষ্টভাবে গুজবটি খারিজ করে এবং স্পষ্ট করে ইমরান ও তার পরিবারের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করুক। ইমরানের স্বাস্থ্য, নিরাপত্তা এবং বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ও স্বচ্ছ বিবৃতি জারি করা উচিত।”
দলটি তার বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, “জাতি তার নেতার (ইমরান) মর্যাদা সম্পর্কে কোনো অনিশ্চয়তা সহ্য করবে না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন খ ন
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার জসীম উদ্দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশের সব জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে।
লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এ সকল কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। সেই মোতাবেক নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসীম উদ্দিনকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
মর্জিনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
কাউখালীতে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে নিহত ১,আহত ৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপিদের চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী খুব শিগগিরই তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।
ঢাকা/কাঞ্চন/বকুল