টেস্টে বেপরোয়া শট খেললে টিকতে পারবেন না কনস্টাস, মনে করেন পন্টিং
Published: 11th, January 2025 GMT
স্যাম কনস্টাসকে নিয়ে উচ্ছ্বসিত অনেকেই। বোর্ডার–গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে সাহসী ক্রিকেটের জন্য তিনি এখন বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ। মেলবোর্নে অভিষেক টেস্টেই যেভাবে যশপ্রীত বুমরার ওপর তিনি চড়াও হয়েছেন, সেটি তো এখনো আলোচনার বিষয়। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বললেন, কনস্টাসের কৌশলই কাল হতে পারে তাঁর জন্য।
কনস্টাস টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৪ ইনিংস। তবে তাঁকে ঘিরে বেশি আলোচনা অভিষেকে ৬০ রানের ইনিংসকে ঘিরে। আলোচনার অবশ্য যথেষ্ট কারণও আছে। কী হয়েছিল সেই ইনিংসে, সেটা আরেক দফা মনে করিয়ে দিলে আরও বাড়াবাড়ি মনে হবে না। সেদিন এমিসিজেতে ইনিংসের শুরুতে বুমরার করা প্রথম ওভার মেডেন দিয়েই শুরু করেছিলেন কনস্টাস। দ্বিতীয় ওভারে নিয়েছিলেন ২ রান।
এরপর বুমরার করা তৃতীয় ওভারেও মেডেন দেন কনস্টাস। বিশ্বের অন্যতম সেরা পেসারের সামনে অভিষিক্ত ব্যাটসম্যানের এমন হাঁসফাঁস দশা মোটেও অস্বাভাবিক মনে হয়নি। বুমরার প্রথম ১৮ বলে কনস্টাস করতে পারেন মাত্র ২ রান।
ফিফটির পর স্যাম কনস্টাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারীকে ব্যবহার করে খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে হত্যা: পুলিশ
খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৫৪) হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত টার্গেট কিলিং ছিল। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের পরিকল্পনায় এক নারীকে ব্যবহার করে তাকে কক্সবাজার ডেকে এনে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ওই নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত একটি পিস্তল এবং গুলিভর্তি ম্যাগাজিন।
বুধবার (১৫ জানুয়ারি) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রহমত উল্লাহ এসব তথ্য জানান।
পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায়, তিনজন আসামি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাপনা পাহাড় এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) এবং ঋতুকে (২৩) গ্রেপ্তার করা হয়। এদের সবার বাড়ি খুলনায়।
আরো পড়ুন:
শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা
তিনি আরো জানান, খুলনা থেকে ওই নারীকে সঙ্গে নিয়ে কক্সবাজারে আসেন গোলাম রব্বানী টিপু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল গোল্ডেন হিল থেকে বের হওয়ার পর রাত ৮টা ২০ মিনিটে সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন। গ্রেপ্তারকৃতদের তথ্যমতে, কক্সবাজার শহরের কক্স কুইন রিসোর্টের ২০৮ নম্বর কক্ষের চিলেকোঠা থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
এর আগে, গত শুক্রবার রাতে খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার সালু এবং কক্সবাজারের মেজবাউল হক ভুট্টোকে গ্রেপ্তার করে র্যাব।
প্রসঙ্গত, গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে যান তিনি।
ঢাকা/তারেকুর/মাসুদ