টেস্টে বেপরোয়া শট খেললে টিকতে পারবেন না কনস্টাস, মনে করেন পন্টিং
Published: 11th, January 2025 GMT
স্যাম কনস্টাসকে নিয়ে উচ্ছ্বসিত অনেকেই। বোর্ডার–গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে সাহসী ক্রিকেটের জন্য তিনি এখন বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ। মেলবোর্নে অভিষেক টেস্টেই যেভাবে যশপ্রীত বুমরার ওপর তিনি চড়াও হয়েছেন, সেটি তো এখনো আলোচনার বিষয়। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বললেন, কনস্টাসের কৌশলই কাল হতে পারে তাঁর জন্য।
কনস্টাস টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৪ ইনিংস। তবে তাঁকে ঘিরে বেশি আলোচনা অভিষেকে ৬০ রানের ইনিংসকে ঘিরে। আলোচনার অবশ্য যথেষ্ট কারণও আছে। কী হয়েছিল সেই ইনিংসে, সেটা আরেক দফা মনে করিয়ে দিলে আরও বাড়াবাড়ি মনে হবে না। সেদিন এমিসিজেতে ইনিংসের শুরুতে বুমরার করা প্রথম ওভার মেডেন দিয়েই শুরু করেছিলেন কনস্টাস। দ্বিতীয় ওভারে নিয়েছিলেন ২ রান।
এরপর বুমরার করা তৃতীয় ওভারেও মেডেন দেন কনস্টাস। বিশ্বের অন্যতম সেরা পেসারের সামনে অভিষিক্ত ব্যাটসম্যানের এমন হাঁসফাঁস দশা মোটেও অস্বাভাবিক মনে হয়নি। বুমরার প্রথম ১৮ বলে কনস্টাস করতে পারেন মাত্র ২ রান।
ফিফটির পর স্যাম কনস্টাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫)। তারা বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
আরো পড়ুন:
টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত
আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া তাদের বন্ধু তাওসিফ বলেন, “ইরাম ও অপু বন্ধু ছিল। রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তারা মোটরসাইকেল চালিয়ে বাসায় ফরছিলেন। ডেমরা কোনাপাড়ায় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তারা সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, তাদের দুজনের বাড়ি চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় ঘাতক গাড়িটি জব্দ করেছেন ডেমরা থানা পুলিশ। ঘাতক গাড়ির নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ দুটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ডেমরা থানা পুলিশ অবগত আছেন।”
ঢাকা/বুলবুল/মাসুদ