টেস্টে বেপরোয়া শট খেললে টিকতে পারবেন না কনস্টাস, মনে করেন পন্টিং
Published: 11th, January 2025 GMT
স্যাম কনস্টাসকে নিয়ে উচ্ছ্বসিত অনেকেই। বোর্ডার–গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে সাহসী ক্রিকেটের জন্য তিনি এখন বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ। মেলবোর্নে অভিষেক টেস্টেই যেভাবে যশপ্রীত বুমরার ওপর তিনি চড়াও হয়েছেন, সেটি তো এখনো আলোচনার বিষয়। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বললেন, কনস্টাসের কৌশলই কাল হতে পারে তাঁর জন্য।
কনস্টাস টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৪ ইনিংস। তবে তাঁকে ঘিরে বেশি আলোচনা অভিষেকে ৬০ রানের ইনিংসকে ঘিরে। আলোচনার অবশ্য যথেষ্ট কারণও আছে। কী হয়েছিল সেই ইনিংসে, সেটা আরেক দফা মনে করিয়ে দিলে আরও বাড়াবাড়ি মনে হবে না। সেদিন এমিসিজেতে ইনিংসের শুরুতে বুমরার করা প্রথম ওভার মেডেন দিয়েই শুরু করেছিলেন কনস্টাস। দ্বিতীয় ওভারে নিয়েছিলেন ২ রান।
এরপর বুমরার করা তৃতীয় ওভারেও মেডেন দেন কনস্টাস। বিশ্বের অন্যতম সেরা পেসারের সামনে অভিষিক্ত ব্যাটসম্যানের এমন হাঁসফাঁস দশা মোটেও অস্বাভাবিক মনে হয়নি। বুমরার প্রথম ১৮ বলে কনস্টাস করতে পারেন মাত্র ২ রান।
ফিফটির পর স্যাম কনস্টাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে প্রথম আলো
কৃষক থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিকসহ সর্বস্তরের মানুষের মনের কথা বলে প্রথম আলো। প্রান্তিক মানুষদের দুঃখ–দুর্দশা, সফলতা ও অধিকার আদায়ের কথা তারা তুলে ধরছে। সাহসের সঙ্গে পত্রিকাটি সত্য তথ্য প্রকাশ করে যাচ্ছে। বাংলাদেশ বিনির্মাণে নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করছে।
শুক্রবার বিকেলে দিনাজপুরে প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথাগুলো বলেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে দিনাজপুর ছাড়াও খুলনা ও টাঙ্গাইলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি, কবি-সাহিত্যিক, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিনাজপুর
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সুধী সমাবেশ সঞ্চালনা করেন বন্ধুসভার পাঠাগারবিষয়ক সম্পাদক মুনিরা শাহনাজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম।
দিনাজপুরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সুধী সমাবেশ। শুক্রবার বিকেলে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে