সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু থাকবে
Published: 22nd, January 2025 GMT
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করা হলে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছিলেন সিলেটের সুধীজনরা। মঙ্গলবার রাতে নগরীর দরগাহ গেটে একটি হোটেলে ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ হুশিয়ারি দেন। তবে সরাসরি এ ফ্লাইট বন্ধ হবে না বলে তাদের আশ্বস্ত করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বুধবার তিনি সিলেটের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর কাছে এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী জানান, তিনি সিলেটবাসীর পক্ষে বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। হজ ফ্লাইট নিয়ে বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। তবে সেটি এখনো চূড়ান্ত নয়। যদি ভাড়ায় উড়োজাহাজ পাওয়া যায়, তাহলে সিলেট-মানচেস্টার রুটে বিমানের কোনো ফ্লাইট স্থগিত হবে না বলে চেয়ারম্যান আশ্বস্থ করেছেন।
মঙ্গলবার রাতে মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী ছাড়াও বক্তব্য দেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুনতাসির আলী, হবিগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত আলী, নগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বেসরকাসি হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন সভাপতি ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা
চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ (সোমবার) তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।
চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে একই পোস্টে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘আজ আমরা চায়নিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।’
অসাইরিস গ্রুপও বাংলাদেশে আসছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপার স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার হবে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সে-আপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পেলোড। এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলছেন অধ্যাপক ইউনূস।
টেনসেন্টের ওয়েবসাইটের তথ্য বলছে, প্রযুক্তি খাতের কোম্পানিটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। কোম্পানিটির প্রধান কার্যালয় চীনের শেনজেনে অবস্থিত।
আরও পড়ুনবাংলাদেশের গেমশিল্পের উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনের টেনসেন্ট২৬ ফেব্রুয়ারি ২০২৫প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব