সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করা হলে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছিলেন সিলেটের সুধীজনরা। মঙ্গলবার রাতে নগরীর দরগাহ গেটে একটি হোটেলে ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ হুশিয়ারি দেন। তবে সরাসরি এ ফ্লাইট বন্ধ হবে না বলে তাদের আশ্বস্ত করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বুধবার তিনি সিলেটের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর কাছে এ তথ্য জানান। 

আরিফুল হক চৌধুরী জানান, তিনি সিলেটবাসীর পক্ষে বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। হজ ফ্লাইট নিয়ে বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। তবে সেটি এখনো চূড়ান্ত নয়। যদি ভাড়ায় উড়োজাহাজ পাওয়া যায়, তাহলে সিলেট-মানচেস্টার রুটে বিমানের কোনো ফ্লাইট স্থগিত হবে না বলে চেয়ারম্যান আশ্বস্থ করেছেন।

মঙ্গলবার রাতে মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী ছাড়াও বক্তব্য দেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুনতাসির আলী, হবিগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত আলী, নগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বেসরকাসি হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন সভাপতি ডা.

নাসিম আহমদ প্রমুখ।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল ইট ব এনপ

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সঞ্চয়পত্র কেনার পর যেসব বিষয়ে সতর্ক থাকবেন
  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
  • সঞ্চয়পত্র জালিয়াতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১