‘নিখোঁজ’ শিশু সুবা নওগাঁ থেকে উদ্ধার
Published: 4th, February 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে আরজী-নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সুবার বন্ধুর বাসা থেকে পুলিশের সহায়তায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে সুবাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বালুখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদেক হোসেন (২০) উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আলমের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে নেটের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, মিয়ানমার থেকে ইয়াবা বহনের জন্য আব্দুর রহিম (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা পেয়েছিল। আব্দুর রহিমের বিরুদ্ধে বিজিবির করা দুইটি মাদক মামলাও রয়েছে।”
মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/এস