লিফলেট বিতরণ: আলোচিত শিক্ষক মুকিব মিয়া গ্রেপ্তার
Published: 4th, February 2025 GMT
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত কলেজ শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করে শাহবাগ থানা হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তার নামে একটি মামলা রয়েছে।
লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধেরও মামলা হয়েছে।
ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মুকিবকে রিমান্ডে আনা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে সামাজিক যোগাযোগমাধ্যমের ৫ বছরের তথ্
যুক্তরাজ্যসহ কয়েক ডজন দেশের পর্যটকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের পাঁচ বছরের ইতিহাস প্রদান করতে বলা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত একটি নতুন প্রস্তাবে এ কথা বলা হয়েছে।
নতুন শর্তটি কয়েক ডজন দেশের লোকদের উপর প্রভাব ফেলবে যারা ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য।
আরো পড়ুন:
ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবারো বন্দুক হামলা, শিক্ষার্থী নিহত
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সীমান্ত আরো কঠোর করার পদক্ষেপ নিয়েছেন। এর কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার কথা বলা হয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন পরিকল্পনা সম্ভাব্য পর্যটকদের জন্য বাধা সৃষ্টি করতে পারে, অথবা তাদের ডিজিটাল অধিকারের ক্ষতি করতে পারে।
প্রস্তাবনাটি কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাখিল করেছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে, যা মার্কিন সরকারের অফিসিয়াল জার্নাল।
প্রস্তাবনায় বলা হয়েছে, “তথ্য উপাদানের জন্য ভ্রমণ অনুমোদনের জন্য ইলেকট্রনিক সিস্টেম ফরমে (ইএসটিএ) আবেদনকারীদের গত পাঁচ বছরের তাদের সোশ্যাল মিডিয়ার তথ্য প্রদান করতে হবে।”
বিদ্যমান ইএসটিএ-তে ভ্রমণকারীদের কাছ থেকে তুলনামূলকভাবে সীমিত পরিমাণ তথ্যের পাশাপাশি এককালীন ৪০ ডলার প্রদানের প্রয়োজন হয়। এটি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং জাপানসহ প্রায় ৪০টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য এবং তাদের দুই বছরের মধ্যে একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহের পাশাপাশি, নতুন নথিতে আবেদনকারীর গত পাঁচ এবং দশ বছরে ব্যবহৃত টেলিফোন নম্বর এবং ইমেল ঠিকানা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা হবে।
ঢাকা/শাহেদ