আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত কলেজ শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করে শাহবাগ থানা হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তার নামে একটি মামলা রয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধেরও মামলা হয়েছে।

ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মুকিবকে রিমান্ডে আনা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ দাবি করেন।

আরো পড়ুন:

খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কি না, দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত

বরগুনায় বিএনপির ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি নিজে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের মতো নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বিভিন্ন রিপোর্ট আমাদের হাতে এসেছে—বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “ইজ্জত ও মর্যাদার মালিক আল্লাহ। তিনি যাকে ইজ্জত দেন, তাকেই সম্মানিত রাখেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার মর্যাদা বৃদ্ধি করেন এবং দেশের উন্নতি, গণতন্ত্র ও মানুষের ঐক্যের স্বার্থে তাকে জীবিত রাখেন।”

পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশের শান্তি, আইনশৃঙ্খলা, জাতীয় ঐক্য ও জনগণের কল্যাণ কামনা করেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ