SunBD 24:
2025-11-26@16:58:22 GMT

এ বিভাগের অন্যান্য সংবাদ

Published: 4th, February 2025 GMT

বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.

৯৪ শতাংশ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

পানি ছাড়াই এখন হাঁস পালন

হাঁস আর পানি পরস্পরের সমার্থক। পানি ছাড়া হাঁস পালন, এমনটা কেউ হয়তো কল্পনাও করেন না। কিন্তু সেটিই এবার দেশে সম্ভব হতে চলেছে। এ লক্ষ্যে প্ল্যানেট অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান ফ্রান্স থেকে নিয়ে এসেছে পানি ছাড়া পালনযোগ্য হাঁসের নতুন একটি জাত।

প্ল্যানেট অ্যাগ্রো জানায়, শুকনা জায়গা বা মাচার ওপরেও সহজেই ফরাসি এই হাঁস পালন করা যায়। মাত্র ৪৫ দিনেই একেকটি হাঁসের ওজন প্রায় ৩ কেজি পর্যন্ত হয়। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে নতুন হাঁসের জাতটি প্রদর্শন করে প্ল্যানেট অ্যাগ্রো।

প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাণিসম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের খামারি, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে ৫ ক্যাটাগরিতে ১৫ জন খামারি ও উদ্যোক্তাকে ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণপদক দেওয়া হয়।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’—এ প্রতিপাদ্য সামনে রেখে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্‌যাপিত হচ্ছে। আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ টাকার টিকিটে প্রদর্শনীতে প্রবেশ করা যাবে।

—দেশে নিবন্ধিত বাণিজ্যিক খামার রয়েছে ৮৫ হাজার ২২৭টি।
—প্রান্তিক পর্যায়ে পোলট্রি খামার আছে ১ লাখ ৯১ হাজার।
—পানি ছাড়া পালনযোগ্য ফরাসি হাঁসের জাত এনেছে প্ল্যানেট অ্যাগ্রো।

প্রথম দিনে প্রদর্শনী ঘুরে দেখা যায়, প্রাণিখাদ্য, মুরগির বাচ্চা, ডিম, জৈব সার, ওষুধসহ নানা পণ্যের স্টল রয়েছে। আছে প্রক্রিয়াজাত খাবারের পৃথক বড় তাঁবু। প্রদর্শিত হচ্ছে দেশি–বিদেশি গরু, ছাগল, কুকুর, বিড়াল ও পাখির বিভিন্ন প্রজাতি। এ ছাড়া দেশীয়ভাবে উৎপাদিত চিংড়ির খাবারসহ নানা নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে।

দেশে বাণিজ্যিকভাবে হাঁসের বাচ্চা উৎপাদনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত প্ল্যানেট অ্যাগ্রো। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. শাহরিয়ার জানান, প্ল্যানেট অ্যাগ্রো এ প্রদর্শনীতে ১ দিন বয়সী ১৫–২০ হাজার হাঁসের বাচ্চা বিক্রি করতে চায়। তাঁদের যশোরের হ্যাচারিতে এই বাচ্চা উৎপাদন করা হয়।

দেশে চিংড়ির খাবারের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করা হয়। বিশেষত বাগদা চিংড়ির খাবার আসে ভারত থেকে। তবে গত আগস্ট থেকে আস্থা ফিড নামের একটি প্রতিষ্ঠান দেশে উচ্চমানের বাগদা চিংড়ির খাবার উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানটির ডিজিএম মীর রাইসুজ্জামান বলেন, ‘প্রথম মাসেই আমরা ২০০ টন খাবার বিক্রি করেছি। প্রতি কেজির দাম ৭০ থেকে ৯০ টাকা, যা আমদানি করা খাদ্যের চেয়ে ৮–১০ টাকা কম। আগামী দুই বছরের মধ্যে চিংড়ির খাবার আমদানির প্রয়োজন থাকবে না বলে আশা করছি। কোম্পানির রংপুরের কারখানায় এ খাবার তৈরি হয়।’

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে দেশি–বিদেশি গরু, ছাগল, কুকুর, বিড়াল ও পাখির বিভিন্ন স্টল রয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে

সম্পর্কিত নিবন্ধ