SunBD 24:
2025-12-04@11:55:44 GMT

এ বিভাগের অন্যান্য সংবাদ

Published: 4th, February 2025 GMT

বিএসইসির সাবেক চেয়ারম্যান গ্রেফতারআগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা চালু হচ্ছে কালফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিতরমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করবে পাকিস্তানরিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানজেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়াররমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারগুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.

৯৪ শতাংশ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ফের পেছাল তারিখ, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন, ২০২৫-এর নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেছেন, “আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন হবে। আগামী ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে। এর মধ্যে যেসব কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করা হবে। আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আশাবাদী।”

এদিকে, জকসু নির্বাচনের পরিবর্তিত তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা, মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর (রবিবার), নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ ডিসেম্বর (মোট ১৩ দিন), ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা ৩০ ডিসেম্বর (ভোট গ্রহণের পর), ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর (মঙ্গলবার বা বুধবার, ভোট গণনার পর)।

এর আগে একাধিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।

ঢাকা/লিমন/রফিক

সম্পর্কিত নিবন্ধ