গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ৩৬ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ সোমবার সকাল পর্যন্ত ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়নি।

গত শনিবার রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন (৩১)। তিনি টঙ্গীর দত্তপাড়া হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। একই ঘটনায় তাঁর সহকর্মী আজাদ হাওলাদার (৩০) ছুরিকাঘাতে আহত হন।

এ ঘটনায় গতকাল দুপুরে টঙ্গী থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিকাশ এজেন্টের ব্যবস্থাপক ময়নুল হাসান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনটঙ্গীতে মোবাইল ব্যাংকিংয়ের কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই১৪ ডিসেম্বর ২০২৫

এর আগে গত শনিবার রাত আটটার দিকে মোটরসাইকেলে করে টাকা নিয়ে ফিরছিলেন তাঁরা। এ সময় মধুমিতা তিনতলা মসজিদ-সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দু-তিনজন তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে। দুর্বৃত্তরা তাঁদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। এ ঘটনায় আরিফকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। পাশাপাশি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করা হয়। আজাদকেও ছুরিকাঘাত করা হয়। এরপর তাঁদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘটন য়

এছাড়াও পড়ুন:

পিকেএসএফে দুই লাখ টাকা বেতনে ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ খুঁজছে, দ্রুত আবেদন করুন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দুটি পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য বিশেষজ্ঞ খুঁজছে। নির্বাচিতদের আকর্ষণীয় বেতনে নিয়োগ দেওয়া হবে।

শূন্য পদ ও বেতন
পিকেএসএফ দুটি পদে একজন করে কর্মকর্তা নিয়োগ দেবে। উভয় পদের জন্যই মাসিক থোক বেতন নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা।
পদের নাম                                                        পদ সংখ্যা                 মাসিক বেতন (টাকা)
মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট           ১                           ২,০০,০০০
ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট স্পেশালিস্ট                   ১                           ২,০০,০০০

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট- ইংরেজি-১৫ ঘণ্টা আগে

আবেদনপ্রক্রিয়া ও শর্তাবলি
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে পিকেএসএফের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

পুনরায় আবেদন নিষ্প্রয়োজন: যারা গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত পদগুলোতে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।

পিকেএসএফ সব ধরনের তদবিরকে নিরুৎসাহিত করে। কেবল বাছাই করা প্রার্থীরাই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাবেন। নিয়োগসংক্রান্ত যেকোনো বিষয়ে পিকেএসএফের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত জানতে পিকেএসএফ ওয়েবসাইটে (www.pksf.org.bd)  চোখ রাখুন।

আরও পড়ুনবাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ১৮০ দিনের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০,০০০৪৮ মিনিট আগেআরও পড়ুনশিক্ষকদের চার দিনের কর্মসপ্তাহ—বিলাসিতা নাকি অনিবার্য?৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ