বিজয় বা মুক্তি সব সময় যুদ্ধের ময়দানে বারুদের গন্ধে আসে না; কখনো কখনো তা আসে কলমের কালিতে, পুরোনো মানসিকতা পরিবর্তনের মাধ্যমে। ১৫ ডিসেম্বর নেদারল্যান্ডসের ‘কিংডম ডে’ বা ‘কোনিঙ্ক্রিজকসডাগ’। ১৯৫৪ সালের এই দিনে নেদারল্যান্ডসের তৎকালীন রানি জুলিয়ানা এক ঐতিহাসিক সনদে স্বাক্ষর করেছিলেন, যার মাধ্যমে দেশটির ঔপনিবেশিক সম্পর্কের ইতি ঘটে এবং নতুন এক অংশীদারত্বের যুগের সূচনা হয়।

১৯৫৪ সালের ১৫ ডিসেম্বর নেদারল্যান্ডসের তৎকালীন রানি জুলিয়ানা চার্টার ফর দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসে সই করেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেদারল্যান্ডস: শাসক নয়, বন্ধুর বিজয়

বিজয় বা মুক্তি সব সময় যুদ্ধের ময়দানে বারুদের গন্ধে আসে না; কখনো কখনো তা আসে কলমের কালিতে, পুরোনো মানসিকতা পরিবর্তনের মাধ্যমে। ১৫ ডিসেম্বর নেদারল্যান্ডসের ‘কিংডম ডে’ বা ‘কোনিঙ্ক্রিজকসডাগ’। ১৯৫৪ সালের এই দিনে নেদারল্যান্ডসের তৎকালীন রানি জুলিয়ানা এক ঐতিহাসিক সনদে স্বাক্ষর করেছিলেন, যার মাধ্যমে দেশটির ঔপনিবেশিক সম্পর্কের ইতি ঘটে এবং নতুন এক অংশীদারত্বের যুগের সূচনা হয়।

১৯৫৪ সালের ১৫ ডিসেম্বর নেদারল্যান্ডসের তৎকালীন রানি জুলিয়ানা চার্টার ফর দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসে সই করেন

সম্পর্কিত নিবন্ধ