সুপারম্যানের প্রথম কপি রেকর্ড ১১১ কোটি টাকায় বিক্রি
Published: 15th, December 2025 GMT
গত বছর সান ফ্রান্সিসকোতে সদ্য প্রয়াত মায়ের বাড়িতে জিনিসপত্র গোছাচ্ছিলেন তিন ভাই। হঠাৎ একটি কার্ডবোর্ড বাক্সে দুর্লভ কমিকস খুঁজে পান। বাক্সটি পুরোনো কাগজ, ধুলা ও মাকড়সার জালের নিচে পড়ে ছিল। আর সেখানে পাওয়া কমিকস ছিল সুপারম্যানের প্রথম সংখ্যা। টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানিয়েছে, এটি ৯ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ১১১ কোটি ৫২ লাখ টাকা) বিক্রি হয়ে বিশ্বের সবচেয়ে দামি কমিকসের রেকর্ড গড়েছে।
তাঁদের মা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে এ দুর্লভ কমিকগুলো সংগ্রহ করেছিলেন। মা তাঁদের বলেছিলেন, তিনি মূল্যবান কমিকস লুকিয়ে রেখেছেন। কিন্তু তাঁরা কখনো সেটি দেখেননি। তবে বাড়ি বিক্রির প্রস্তুতি নিতে সব জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করার সময় এটি খুঁজে পান।
হেরিটেজ অকশনসের কমিকস বিভাগের সহসভাপতি লন অ্যালেন জানান, ওই ব্যক্তিরা কমিকগুলো খুঁজে পাওয়ার পর নিলামঘরে বার্তা পাঠায়। এরপর তিনি সান ফ্রান্সিসকো গিয়ে এগুলো পরীক্ষা করেন এবং অন্য বিশেষজ্ঞদের দিয়ে মূল্যায়ন করান।
১৯৩৯ সালে ডিটেকটিভ কমিকস ইনকরপোরেটেড প্রকাশিত সুপারম্যান নং এক কপিটি ভালো অবস্থায় ছিল। পপ কালচারে সুপারম্যান ছিলেন প্রথম সুপারহিরো। এ কারণে এর মূল্য আরও বেড়েছে।
কমিকটির ভেতরের একটি ছোট বিজ্ঞাপন দেখে নিশ্চিত হওয়া গেছে, এটি পাঁচ লাখ প্রিন্টের প্রথম সংস্করণ থেকে নেওয়া। ২০২২ সালে আরেকটি সুপারম্যান নং এক কমিকস ৫ দশমিক ৩ মিলিয়ন ডলারে (প্রায় ৬৪ কোটি ৬০ লাখ টাকা) বিক্রি হয়েছিল।
সূত্র: এবিসি নিউজ
• গ্রন্থনা: রবিউল কমল
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
পোস্টাল ভোটে আগ্রহ প্রবাসীদের, নিবন্ধন ৪ লাখ ছাড়াল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৪ লাখ ৫ হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭৯ হাজার ৪০৭ জন এবং নারী ২৬ হাজার ৩১ জন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
অসত্য তথ্য ছড়ানোও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
নিবন্ধিত প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৯ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়।
এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন করা বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ঢাকা/এএএম/রফিক