সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৬ রান করেন বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরার। ২০২৫ সালে যুব ওয়ানডেতে জাওয়াদের রানই সবচেয়ে বেশি। ২৪ ম্যাচে ২২ বার ব্যাটিংয়ে করে ৪০.৪২ গড়ে ৮৪৯ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৮২৯ রান নিয়ে দুইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। তিনের নামটাও বাংলাদেশের। মিডল অর্ডার ব্যাটসম্যান রিজান হাসান করেছেন ৮১২ রান।

বাংলাদেশের এই ত্রয়ীর সুযোগ আছে এক পঞ্জিকাবর্ষে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙার। যুব এশিয়া কাপের বাংলাদেশে সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিতই। এর অর্থ হলো আরও তিন ম্যাচ হাতে পাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নরা ফাইনালে উঠলে বাড়বে আরেকটি ম্যাচ।

যুব ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনো বাংলাদেশের এক ব্যাটসম্যানের। ২০১৯ সালে ২০ ইনিংসে ১০০১ রান করেছিলেন তাওহিদ হৃদয়। এক বছরে যুব ওয়ানডেতে হাজার রানের বেশি করার উদাহরণ ওই একটিই। ওই বছরই ৯১৫ রান নিয়ে দুইয়ে বাংলাদেশেরই মাহমুদুল হাসান জয়। তাঁরা দুজনই পেছনে ফেলেছিলেন ২০১৫ সালে ৮৯৫ রান করে রেকর্ড গড়া বাংলাদেশের আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেনকে।

যুবাদের ওয়ানডেতে শুধু এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডই নয়, আরও অনেকগুলো ব্যক্তিগত রেকর্ডও বাংলাদেশের খেলোয়াড়দের। আসুন দেখে নিই—

সবচেয়ে বেশি রানরেকর্ডটার মালিক বাংলাদেশের নাজমুল হোসেন। ৫৮ ম্যাচের ক্যারিয়ারে ৫৭ বার ব্যাট করে ১৮২০ রান করেছেন বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়ক। ২টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি করা নাজমুলের গড় ৩৭.

৯১। ১৬৯৫ রান করা পাকিস্তানি ব্যাটসম্যান সামি আসলামের রেকর্ড কেড়েছিলেন নাজমুল। ১৬২৪ রান নিয়ে তিনে আরেক বাংলাদেশি তাওহিদ হৃদয়।সবচেয়ে বেশি উইকেটযুব ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ৫৬ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন অফ স্পিন বোলিংয়ে। ২ বার ৪ উইকেট ও ১ বার ৫ উইকেট নেওয়া মিরাজের যুব ওয়ানডেতে সেরা বোলিং ৫/১৭। মিরাজ ভাঙেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমের রেকর্ড—৭৩।এক টুর্নামেন্টে/সিরিজে সবচেয়ে বেশি উইকেট২০০৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ২২ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ২০১১ সালে চার জাতি এক টুর্নামেন্টে ২২ উইকেট নিয়ে এনামুলের রেকর্ডে ভাগ বসান ভারতের অফ স্পিনার বাবা অপরাজিত।বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন র র কর ড উইক ট ন ন কর ছ র ন কর সবচ য়

এছাড়াও পড়ুন:

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ায় এক মর্মান্তিক স্কুলবাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টিওকিয়া প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে শিক্ষার্থীদের নিয়ে মেডেলিন শহরে ফিরছিল। বাসটিতে লিসেও অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। ডিসেম্বরের এমন সময়ে এই দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, গ্রামীণ এলাকার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না, এটি শিক্ষার্থীরাই নিজেরা আয়োজন করেছিলেন।

অ্যান্টিওকেনো হাই স্কুল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিল, এই গভীর শোকের মুহূর্তে আমরা তাদের এবং আমাদের পুরো সম্প্রদায়ের পাশে আছি।’ 

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকা/এএএম/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ