আলাভেসে জিতে আলোনসোর আপাতত রক্ষা
Published: 15th, December 2025 GMT
হারলেই ছাঁটাই জাবি আলোনসো—লা লিগায় আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। শুধু আলাভেসের বিপক্ষে ম্যাচই নয়, ইউরোপিয়ান অনেক সংবাদমাধ্যমের দাবি এই মুহূর্তে আলোনসোর জন্য প্রতিটা ম্যাচই নাকি বাঁচা-মরার।
ফল একটু এদিক সেদিক হলেই বাক্সপেটরা গুছিয়ে ছাড়তে হতে পারে ক্লাব। এমন প্রতিকূল পরিস্থিতিতে গতকাল রাতে আলাভেসের মাঠে নেমে আলোনসোর দল জিতেছে ২-১ গোলে। রিয়ালের জয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগো। এই জয়ে আলোনসোর চাকরি আপাতত টিকে গেছে।
আলাভাসের মাঠে আলোনসোর অধীনে প্রথমবারের মতো একসঙ্গে একাদশে জায়গা পান রিয়ালের চার তারকা এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহাম। শুরুতে অবশ্য চোটের কারণে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু চোট কাটিয়ে শেষ পর্যন্ত ঠিকই মাঠে নামেন এই ফরাসি তারকা।
আরও পড়ুন৮ ম্যাচে মাত্র ২ জয় রিয়ালের, চাকরি হারানোর শঙ্কার মুখেও ‘ইতিবাচক’ আলোনসো১১ ডিসেম্বর ২০২৫দলের চার তারকাকে একসঙ্গে রেখে রিয়াল যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে, তা নয়। তবে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এটি চলতি লা লিগায় তাঁর ১৭তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে ২২ ম্যাচে করলেন ২৬ গোল। এ ছাড়া মৌসুমে ৪টি অ্যাসিস্টও আছে তাঁর। সব মিলিয়ে এবার রিয়াল যত গোল (৪৭) করেছে, তার ৬৪ শতাংশ গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।
আপাতত চাকরি বাঁচালেন আলোনসো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আর গোপনে নয়, প্রকাশ্যে এলেন ম্যাচিং পোশাকে
দুই বছরের বেশি সময় ধরে প্রেম করছেন টিমোথি শ্যালামে ও কাইলি জেনার। শুরুর দিকে নিজেদের সম্পর্ককে ‘ব্যক্তিগত’ই রেখেছিলেন এই তারকা যুগল। তাঁদের একসঙ্গে দেখা যেত নৈশ ক্লাব ও রেস্তোরাঁয়; কিন্তু প্রকাশ্যে প্রেমের কথা কেউই স্বীকার করেননি। গত মে মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়ার পর প্রেমের গুঞ্জন আরও চাউর হয়। এবার তাঁদের পাওয়া গেল ‘মার্টি সুপ্রিম’ সিনেমার প্রিমিয়ারে।
৮ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে সিনেমার প্রিমিয়ারে দ্বিতীয়বারের মতো একসঙ্গে লালগালিচায় দেখা গেল তাঁদের। ছবির মূল তারকা শ্যালামে, জেনার এতে অভিনয় করেননি; কিন্তু যুগল হিসেবে হাজির হয়ে অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন তাঁরা। বিশেষ করে অনুষ্ঠানে ম্যাচিং করে পরা উজ্জ্বল কমলা রঙের পোশাক দ্রুতই সাড়া ফেলে অন্তর্জালে।
প্রিমিয়ারের শ্যালামে ও কাইলি জেনার। ছবি: এএফপি