বাণিজ্যিক উৎপাদন শুরুর দুই বছরের মাথায় মুনাফায় ফিরেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কেনিয়ার কারখানাটি। স্কয়ার ফার্মার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কেনিয়ায় কার্যক্রম পরিচালিত হচ্ছে কারখানাটির। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড নামে দেশটিতে নিবন্ধিত।

জানা গেছে, গত ২০২৪–২৫ অর্থবছরে স্কয়ারের কেনিয়ার কারখানাটি প্রায় ১০ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৩ সালের মার্চে উৎপাদন শুরু করা এই কারখানা এই প্রথম মুনাফার দেখা পেল। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিদেশের মাটিতে কারখানা করে দ্রুততম সময়ে সেটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে স্কয়ার।

স্বয়ার ফার্মাসিউটিক্যালস দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। তালিকাভুক্ত কোম্পানি হিসেবে স্কয়ার ফার্মা গত ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে। তাতে কোম্পানিটির সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান বা ইউনিটের আয়–ব্যয়ের পাশাপাশি লাভ–লোকসানের হিসাবও তুলে ধরা হয়েছে। তারই অংশ হিসেবে স্কয়ার ফার্মার কেনিয়ার কারখানারও আয়–ব্যয়ের তথ্য আলাদাভাবে প্রকাশ করা হয়। আর্থিক এই প্রতিবেদন থেকে স্কয়ার ফার্মার কেনিয়ার মুনাফার তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০২৪–২৫ অর্থবছরে কেনিয়ার কারখানাটি কেনিয়ার মুদ্রা কেনিয়ান সিলিংয়ে প্রায় সাড়ে ৭৪ কোটির ব্যবসা করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৭০ কোটি ৬২ লাখ টাকার বেশি (প্রতি কেনিয়ান সিলিং বাংলাদেশের ৯৫ পয়সার সমান)। ২০২৩–২৪ অর্থবছরে যার পরিমাণ ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কারখানাটির ব্যবসা বেড়েছে ৪৫ কোটি টাকার বা ১৭৩ শতাংশের বেশি। তাতে লোকসানি কোম্পানিটি গত অর্থবছরে প্রথমবারের মতো মুনাফার দেখা পেয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সব মিলিয়ে কেনিয়ার কারখানাটির মুনাফার পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ২১ লাখ কেনিয়ান সিলিং, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৬৮ লাখ টাকার বেশি। তার আগে ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি ২৩ কোটি ৩০ লাখ টাকার বেশি লোকসান করেছিল। সেই লোকসান কাটিয়ে গত অর্থবছরে মুনাফায় ফেরে কোম্পানিটি।

জানা যায়, ২০১৭ সালের জানুয়ারিতে কেনিয়ায় ওষুধ কারখানা করার সিদ্ধান্ত নেয় স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ওই বছরের ১০ জানুয়ারি এ সিদ্ধান্তের কথা শেয়ারধারীদের জানানো হয়। স্কয়ার ফার্মার সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই বিদেশের মাটিতে নতুন এ কারখানা খোলার উদ্যোগ নেওয়া হয়। কেনিয়ায় নতুন এ কারখানা করতে কোম্পানিটি প্রাথমিকভাবে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেয়, যার বড় অংশ স্কয়ার ফার্মা নিজে জোগান দেয়। বাকি অর্থ ঋণ নেওয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের বিদ্যমান আইনে দেশীয় কোনো কোম্পানির বিদেশে মূলধন স্থানান্তরের সুযোগ নেই। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে দেশীয় কোম্পানি বিদেশে মূলধন স্থানান্তর করতে পারে। গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কিছু কোম্পানিকে শর্ত সাপেক্ষে বিদেশে কোম্পানি খোলা ও মূলধন স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

স্কয়ার ফার্মা সূত্রে জানা যায়, কেনিয়ার কারখানায় উৎপাদিত ওষুধের বড় অংশই দেশটির স্থানীয় বাজারে বিক্রি করা হয়। এর বাইরে দক্ষিণ সুদান ও সোমালিতে কিছু ওষুধ রপ্তানি করা হয়। কেনিয়ার কারখানাটিতে সব মিলিয়ে ২৫০ জনের কর্মসংস্থান রয়েছে। যার মধ্যে ১৩ জন বাংলাদেশি, বাকিরা কেনিয়ার নাগরিক।

জানতে চাইলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘কেনিয়ার কারখানাটিতে নানা ধরনের প্রায় ২৭ রকমের ওষুধ উৎপাদিত হয়। এসব ওষুধ কেনিয়ার বাজারে বাজারজাতের পাশাপাশি আশপাশের কয়েকটি দেশেও আমরা রপ্তানি শুরু করেছি। ব্যবসা খুব দ্রুত বাড়ছে। তাতে দুই বছরের মাথায় বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে আমরা লাভের মুখ দেখলাম।’

এদিকে দেশ–বিদেশের সব ব্যবসা মিলিয়ে গত অর্থবছর শেষে স্কয়ার ফার্মার মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৯ কোটি টাকা। তার আগে ২০২৩–২৪ অর্থবছরে যার পরিমাণ ছিল ২ হাজার ৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে স্কয়ার ফার্মার মুনাফা ৩৭৬ কোটি টাকা বা প্রায় ১৯ শতাংশ বেড়েছে। মুনাফা বৃদ্ধি পাওয়ায় গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে ওষুধ খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মা।

কোম্পানিটি গত অর্থবছরের জন্য লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ১ হাজার ৬৪ কোটি টাকা। প্রতিটি শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১২০ শতাংশ নগদ বা ১২ টাকা করে লভ্যাংশ দেবে। নিয়ম অনুযায়ী, বার্ষিক সাধারণ সভা বা এজিএমের অনুমোদনের পর ঘোষিত এই লভ্যাংশ বিতরণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কয় র ফ র ম র য র পর ম ণ ই বছর র ব যবস উৎপ দ

এছাড়াও পড়ুন:

এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির ঐক্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান।

উপাচার্য বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এক অর্থে জাতির জন্য এটি একটি ক্রান্তিকাল। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্তই প্রয়োজন।’

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মমতার দিন। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁদের সেই চূড়ান্ত আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।

নিয়াজ আহমেদ খান বলেন, যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।

উপাচার্য আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজও জাতির ঐক্য ধরে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন–সংগ্রামে যাঁরা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৫২ থেকে ২০২৪—এর প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। এর কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এ ইতিহাসই যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, আর বর্তমান সময়ে সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে বন্য প্রাণীর জন্য হচ্ছে ‘খাদ্যবাগান’
  • এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য
  • জনগণ যখন সংকটে, তখন কোন জুজুতে প্রতিরক্ষায় ব্যয় বাড়াচ্ছে জাপান
  • দেশের অন্য এলাকার তুলনায় চট্টগ্রামে হৃদরোগী কেন বেশি
  • ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র
  • ড্রাগন ফল বিক্রি করে কারও আয় ১০ লাখ, কারও ১৫ লাখ টাকা
  • ব্রিটিশ রাজা চার্লস নিজের ক্যানসার চিকিৎসা নিয়ে ‘সুখবর’ শোনালেন
  • গ্রেপ্তার বমদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের অভিযোগ আনুন, না হয় মুক্তি দিন