শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

শহিদুল ইসলাম। গ্রেপ্তার জুয়েল একই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে। 

আরো পড়ুন:

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

জামায়াতের নির্বাচনি সভায় পুলিশ কর্মকর্তা, পরে বরখাস্ত

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয় হয় জুয়েলের। এই সম্পর্কের জেরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ওই নারীকে নিয়ে শারীরিক সর্ম্পক করেন জুয়েল। পরে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী। বিয়েতে রাজি না হওয়ায় ভুক্তভোগীর বড় বোন গত ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সদর থানায় মামলা করেন।  

ওসি শহিদুল ইসলাম বলেন, ‍“জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল অভ য গ

এছাড়াও পড়ুন:

এনসিপি নেতা হান্নান মাসউদকে অটোরিকশার ধাক্কা, বাঁ পায়ে আঘাত

নোয়াখালীতে নির্বাচনী জনসংযোগ করার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলটির প্রার্থী আবদুল হান্নান মাসউদ। গতকাল রোববার সকাল আটটার দিকে হাতিয়ার ওছখালি পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। এরপর তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জানতে চাইলে হান্নান মাসউদ বলেন, পুরাতন বাজারে জনসংযোগের সময় হঠাৎ একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তাঁর বাঁ পায়ের ওপর চাপা দিয়ে চলে যায় অটোরিকশাটি। তিনি এর পরপরই পায়ের এক্স-রে করেছেন। পায়ে ব্যথা থাকলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি জনসংযোগ অব্যাহত রেখেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা প্রথম আলোকে বলেন, পেছন থেকে এসে অটোরিকশাটি হান্নান মাসউদের পায়ের ওপর দিয়ে চলে যায়। অটোরিকশার চালক কম বয়সী। বেখেয়ালে অটোরিকশা চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি বড় কিছু নয়। সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত একটি অটোরিকশার চাকা হান্নান মাসউদের বাঁ পায়ের পাতার ওপর দিয়ে চলে গেছে। এতে পায়ের পাতায় তিনি আঘাত পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ