অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে বন্দুক হামলা চালিয়েছেন বাবা–ছেলে
Published: 15th, December 2025 GMT
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কেহ উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫তে দাঁড়িয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ হামলা হয়। এটি গত তিন দশকে অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা।
পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলে মিলে এ হামলা করেছে। ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই নিহত হন এবং তাঁর ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ভয়াবহ ঘটনার পর অস্ট্রেলিয়ার নাগরিকেরা নিহতের ঘটনায় শোক প্রকাশ করছেন। একই সঙ্গে কিছু মানুষের বীরত্বের গল্পও সামনে আসছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ঘটনার সময় এক ব্যক্তি হামলাকারীদের একজনকে বাধা দিয়ে তাঁর কাছ থেকে বন্দুক কেড়ে নেন। এমন সাহসিকতার কারণে তাঁকে ‘বীর’ বলে প্রশংসা করা হচ্ছে। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ। তিনি সিডনিতে একটি ফলের দোকানের মালিক।
পুলিশ জানিয়েছে, আহমেদ এক বন্দুকধারীকে বাধা দিতে গেলে অন্য বন্দুকধারীর গুলিতে আহত হন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আহমেদের সাহসিকতার কারণে অনেক মানুষ বেঁচে গেছেন।
আজ সোমবার শোকাহত মানুষজন বন্ডাই সৈকতের কাছে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত একটি অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিতে ভিড় জমান। এ সময় আরও অনেকের বীরত্বের গল্প সামনে আসে। ইহুদি নেতারাও ফুল দিতে এসেছিলেন। এ কারণে সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিতে ভিড় জমান অনেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন ড ই স বন দ ক আহম দ
এছাড়াও পড়ুন:
এনসিপি নেতা হান্নান মাসউদকে অটোরিকশার ধাক্কা, বাঁ পায়ে আঘাত
নোয়াখালীতে নির্বাচনী জনসংযোগ করার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলটির প্রার্থী আবদুল হান্নান মাসউদ। গতকাল রোববার সকাল আটটার দিকে হাতিয়ার ওছখালি পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। এরপর তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে হান্নান মাসউদ বলেন, পুরাতন বাজারে জনসংযোগের সময় হঠাৎ একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তাঁর বাঁ পায়ের ওপর চাপা দিয়ে চলে যায় অটোরিকশাটি। তিনি এর পরপরই পায়ের এক্স-রে করেছেন। পায়ে ব্যথা থাকলেও গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি জনসংযোগ অব্যাহত রেখেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা প্রথম আলোকে বলেন, পেছন থেকে এসে অটোরিকশাটি হান্নান মাসউদের পায়ের ওপর দিয়ে চলে যায়। অটোরিকশার চালক কম বয়সী। বেখেয়ালে অটোরিকশা চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি বড় কিছু নয়। সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত একটি অটোরিকশার চাকা হান্নান মাসউদের বাঁ পায়ের পাতার ওপর দিয়ে চলে গেছে। এতে পায়ের পাতায় তিনি আঘাত পেয়েছেন।