Risingbd:
2025-12-15@04:20:44 GMT

এগিয়ে গেল ভারত

Published: 15th, December 2025 GMT

এগিয়ে গেল ভারত

দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই দিল না ভারত। ধর্মশালায় ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। তাতে পাঁচ ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব‌্যবধানে এগিয়ে গেল তারা।

আগে ব‌্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ১১৭ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে ভারত ১৫.৫ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে।

আরো পড়ুন:

বিশ্বকাপে পর্তুগাল-কলম্বিয়া ম‌্যাচের টিকিটের সবচেয়ে বেশি আবেদন

জুটির হাহাকার, তাওহীদের আর্তনাদ

ভারতের আমন্ত্রণে ব‌্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ব‌্যাটিং একটুও ভালো হয়নি। ৭ রানে ৩, ৩০ রানে ৪টি উইকেট হারায় তারা। ৪৪ রানে ইনিংসের অর্ধেক ব‌্যাটসম‌্যান সাজঘরে। সকল প্রতিকূলতার ভেতরে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন আইডেন মার্করাম। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ডোভান ফিরেরিয়া। ১টি করে চার ও ছক্কা আসে তার ব‌্যাট থেকে।

৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন আর্শদ্বীপ সিং। এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন হার্শিত রানা, বরুণ চক্রবর্তি ও কুলদ্বীপ যাদব। ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আর্শদ্বীপ।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় ভারত। শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা। ১৮ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ১৯৪.

৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৫। সেখান থেকে তিলক ভার্মা ও গিল দলকে ৯২ রান পর্যন্ত টেনে নেন। ধুকতে থাকা গিল ২৮ বলে ৫ বাউন্ডারিতে ২৯ রান করে জানসেনের বলে বোল্ড হন।

চারে আসা সূর্যকুমার বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ১২ রান করে আউট হন। সেখান থেকে তিলক ও দুবের ব‌্যাটে সহজেই জয় পায় ভারত।

তিলক ভার্মা ৩৪ বলে ২৬ রান করেন ৩ বাউন্ডারিতে। দুবে ৪ বলে ১টি করে চার ও ছক্কায় করেন ১০ রান। লক্ষৌতে দুই দলের পরের ম‌্যাচ ১৭ ডিসেম্বর। 

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৮৩ পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন রাজস্ব খাতভুক্ত ১৪তম গ্রেডের ৪৮৩টি পদে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর ২০২৫।

চাকরির বিবরণ

পদের নাম: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ)
পদসংখ্যা: ৪৮৩
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

আরও পড়ুনচট্টগ্রাম ওয়াসায় আরেকটি বড় নিয়োগ, পদ ১৪৪ ১৪ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনএইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের১৩ ডিসেম্বর ২০২৫বয়সসীমা

১ নভেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

www.dls.gov.bd অথবা http://dls.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ ও সময়: ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ৩১ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা।
আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি প্রাণিসম্পদ অধিদপ্তরের www.dls.gov.bd অথবা http://dls.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে চাকরি, আবেদন শেষ ১৫ ডিসেম্বর২১ ঘণ্টা আগেআরও পড়ুনএমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬৬.৫৭ শতাংশ, যেভাবে পাচ্ছেন শিক্ষার্থীরা১৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ