কলম্বিয়ায় এক মর্মান্তিক স্কুলবাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টিওকিয়া প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে শিক্ষার্থীদের নিয়ে মেডেলিন শহরে ফিরছিল। বাসটিতে লিসেও অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। ডিসেম্বরের এমন সময়ে এই দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, গ্রামীণ এলাকার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না, এটি শিক্ষার্থীরাই নিজেরা আয়োজন করেছিলেন।

অ্যান্টিওকেনো হাই স্কুল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিল, এই গভীর শোকের মুহূর্তে আমরা তাদের এবং আমাদের পুরো সম্প্রদায়ের পাশে আছি।’ 

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকা/এএএম/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ডিএসইতে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি প্ল্যাটফর্ম) সোমবার (১৫ ডিসেম্বর) রেনাটা পিএলসির প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

স্টার অ্যাডহেসিভের রেকর্ড তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচন করে ডিএসইতে প্রথমবারের মতো প্রেফারেন্স শেয়ারের সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু হয়েছে, যা মূল ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত নয়, এমন সিকিউরিটিজগুলোর লেনদেনের সুবিধার্থে তৈরি করা হয়েছে। দেশের বিনিয়োগের উপকরণে বৈচিত্র্য আনতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কোম্পানিটির প্রেফারেন্স শেয়ারটির ট্রেডিং কোড ‘RENATAPS’ এবং ডিএসই কোম্পানি কোড নং-৪৭০০১। এটির ইস্যু প্রাইসের ওপর সার্কিট ব্রেকার ৫ শতাংশ।

৬ বছর মেয়াদি শেয়ারটির ইস্যু দর ১ হাজার ৯০০ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। শেয়ারটিতে বিনিয়োগের পরিমাণের ওপর লভ্যাংশের হার ১৫ শতাংশ।

রেনেটার প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট হলো— নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও ফুল্লি কনভার্টেবল। শেয়ারগুলো ইক্যুইটিতে রূপান্তরের প্রক্রিয়া তৃতীয় বছর থেকে শুরু হবে এবং পরবর্তী চার বছরে বার্ষিক ২৫ শতাংশ করে রূপান্তরিত হবে।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ২০২৩ সালের ৪ জানুয়ারি চালু করা হয়েছিল। এটি প্রচলিত ইক্যুইটি বাজারের বাইরে বিস্তৃত আর্থিক উপকরণ লেনদেনের জন্য একটি স্বয়ংক্রিয়, দক্ষ এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটিবি ইক্যুইটি সিকিউরিটিজ, ডেট ইনস্ট্রুমেন্টস, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল তালিকাভুক্ত ও লেনদেনের সুযোগ দেয়, যা ইস্যুকারী এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই অধিক নমনীয়তা নিয়ে আসে। সেকেন্ডারি বাজারে প্রেফারেন্স শেয়ারের অন্তর্ভুক্তি এই প্ল্যাটফর্মের পরিধি আরো বাড়ালো এবং বাজারকে আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ