ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
Published: 4th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
এসম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া ও কোম্পানী সচিব অলি কামাল উপস্থিত ছিলেন।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের মানুষ পাঁচ দফার পক্ষে কুরবানি দিয়েছে: চরমোনাই পীর
বাংলাদেশের মানুষ পাঁচ দফা দাবির পক্ষে কুরবানি দিয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “৫ আগস্ট হাজার হাজার মা তাদের সন্তানের লাশ কাঁধে নিয়েছেন। এ দেশের মানুষ পাঁচ দফার পক্ষে কুরবানি দিয়েছে।”
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তারা নিজেরাই আজ নিরাপদ নয়। তারা নিজেদেরকেই ধ্বংস করেছে। জুলাই অভ্যুত্থান দেশের জন্য সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করেছে। খুনিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরই নির্বাচনের উপযোগী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে।”
চরমোনাই পীর অভিযোগ করেন, “যারা একসময় নির্বাচনের জন্য পাগল ছিল, এখন তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কারণ তারা বুঝে গেছে জনগণ ফ্যাসিস্টদের চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সংস্কারের পথ রুদ্ধ করতে দৃশ্যমান বিচারই তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে।”
দেশপ্রেমিক শক্তিকে সতর্ক করে তিনি বলেন, “৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল, আল্লাহ আমাদের সে অবস্থা থেকে মুক্ত করেছেন। আমরা যদি ভুল করি বা ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্পর্কে কলঙ্কজনক ইতিহাস লিখবে।”
দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ক্ষমতালোভী, চাঁদাবাজদের আমাদের ‘না’ বলতে হবে। বাংলার জমিনকে তাদের হাত থেকে চিরতরে রক্ষা করতে হবে।”
ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর প্রতি আশাবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন বাংলাদেশের সোনালি সূর্য উদিত হবে চাঁদাবাজ, খুনি, লুটেরা নিপাত যাবে, দেশপ্রেমিকরা বিজয় অর্জন করবে।”
ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন প্রমুখ।
ঢাকা/রাহাত//