ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
Published: 4th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
এসম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া ও কোম্পানী সচিব অলি কামাল উপস্থিত ছিলেন।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইএডিলের সরাসরি ফ্লাইট
সৌদি আরবের দ্রুত বিকাশমান স্বল্পমূল্যের এয়ারলাইন ফ্লাইএডিল বাংলাদেশের আকাশপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) থেকে এয়ারলাইনটি ঢাকা-জেদ্দা রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করছে। এতে মধ্যপ্রাচ্যমুখী প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সাশ্রয়ী বিকল্প তৈরি হলো।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রবাসীদের জন্য যুক্তিসঙ্গত ভাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এয়ারলাইন্সগুলোকে ভাড়া নির্ধারণে আরও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানান।
ফ্লাইএডিলের ঘোষণায় জানানো হয়, জেদ্দা থেকে এফ-৩ ৯১১২ ফ্লাইট রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকা থেকে এফ-৩ ৯১১৩ ফ্লাইট দুপুর ১টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সউদিয়ার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত বর্ধনশীল স্বল্পমূল্যের এয়ারলাইন। কম দামে ভ্রমণের সুযোগ দেওয়ার পাশাপাশি লাগেজ বহন, খাবার পরিবেশনসহ যাত্রীসেবায় প্রতিষ্ঠানটির ‘সদাচরণ’ নীতি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ফ্লাইএডিলের প্রধান নির্বাহী স্টিভেন গ্রিনওয়ে, এভিয়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জাহান।
ঢাকা/রাহাত//