তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে, অন্তত আগামী দুই দশক বাংলাদেশে তারা প্রভাব রাখবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি—সমাজের সব ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরি হবে। ফলে তরুণদের আকাঙ্ক্ষাকে যে সরকার বা রাজনৈতিক দল ধারণ করতে পারবে, তারাই সফলতা পাবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫–এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণেরা বলে দিয়েছে, নতুন বাংলাদেশে তাদের প্রতিনিধিত্ব বা হিস্যা লাগবে। কারণ, তরুণেরা এত দিন সহ্য করেছে। পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতার ফলে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে হয়েছে। ফলে আগামীর বাংলাদেশের যেকোনো সিদ্ধান্তে তরুণেরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে তরুণদের আকাঙ্ক্ষা যে সরকার বা রাজনৈতিক দল ধারণ করতে পারবে, তারাই আসলে সফলতা পাবে। তারুণ্যের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাজনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসগুলোতে পেশিশক্তি–নির্ভর ছাত্ররাজনীতির সংস্কৃতি অবসান ঘটাতে হবে। ছাত্ররা দেশের জন্য ছাত্রদের পক্ষে রাজনীতি করবে, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে—এমনটাই আকাঙ্ক্ষা।

ফ্যাসিবাদের দোসরেরা এখনো সমাজের নানা জায়গায় রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজের নানা জায়গায় রয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই চলমান আছে। যারা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে যারা মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে প্রশাসনের ব্যক্তি হয়ে জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই একটি ব্যবস্থা আসবে।

তারুণ্যের উৎসবের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিতেই তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। অভ্যুত্থান–পরবর্তী উদ্দীপনাকে উজ্জীবিত করতেই এ উৎসব। ন্যায়বিচারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, বেদনা দূর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, অভ্যুত্থান–পরবর্তী সময়ে তরুণদের ট্রমা দূর করতেই সারা দেশে তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব উপলক্ষে সারা দেশে প্রায় সাড়ে ১৪ হাজার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭৫ লাখ তরুণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন। নারীদের জন্য আলাদা করে প্রায় তিন হাজার ইভেন্ট আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপ্রধান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এখন একটি ট্রানজেশনাল সময় যাচ্ছে। এ সময় সমাজের যারা তরুণ, তারা বিভ্রান্তি কিংবা ট্রমার মধ্যে আছে। তাদের পথ দেখাতেই দেশব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিগার সুলতানা। অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গণ-অভ্যুত্থান নিয়ে লেখা একটি কবিতা, অভ্যুত্থানের ড্রোন ভিডিও দেখানো হয়। এরপর প্রদর্শন করা হয় গণ-অভ্যুত্থান নিয়ে তৈরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’। পরে মঞ্চে গান পরিবেশন করেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের শিল্পীরা। অতিথিদের বক্তব্য শেষে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ণ য র উৎসব র অন ষ ঠ ন র জন ত

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • এ সপ্তাহের রাশিফল (১-৭ নভেম্বর)
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়