এক বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অষ্টম ব্যাচের সামার টার্মে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রোগ্রামটি সম্পূর্ণ আবাসিক। পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কোর্সে ভালো ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা—

*প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

আবেদনের নিয়ম—

*প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আরডিএ ওয়েবসাইট www.

rda.gov.bd দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পে–অর্ডারসহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অবস্থিত ‘পিজিডিআরডি সচিবালয়’-এ সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে;

*আবেদনের সঙ্গে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া বরাবর ২০০/- (দুই শ) টাকা মূল্য মানের পে-অর্ডার জমা দিতে হবে;

*আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে। এগুলো হলো ১. এসএসসি/এইচএসসি ও স্নাতক পাসের সনদপত্র ও মার্কশিট; ২. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র; ৩. সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র ও ৪. জাতীয় পরিচয়পত্র;

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা

*দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি;

*চাকরিরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও ভুল তথ্যাদি সন্নিবেশিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি, দেখুন বিস্তারিত০১ মার্চ ২০২৫গুরুত্বপূর্ণ তারিখ—

*আবেদনপত্র ও অন্য কাগজপত্র জমার শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২৫ (রোববার)

*নির্বাচনী পরীক্ষা: ১৭ মার্চ ২০২৫ (সোমবার)

*নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫ (মঙ্গলবার)

*ভর্তি শুরু: ১৯ মার্চ, ২০২৫ (বুধবার)

*ভর্তির শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২৫ (মঙ্গলবার)

*ওরিয়েন্টেশন ওয়ার্কশপ: ৬ এপ্রিল, ২০২৫ (রোববার)

* ক্লাস শুরু: ৭ এপ্রিল, ২০২৫ (সোমবার)।

*বিস্তারিত তথ্যের জন্য ০১৬৭২-৩৯১৭৫০ নম্বরে যোগাযোগ করুন।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি, এমসিকিউ ১০০, মেধাতালিকা ২০০ নম্বরে০১ মার্চ ২০২৫আরও পড়ুননিটোরে ভর্তি, আবেদন সময় বাড়ল, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন বিস্তারিত০২ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র চ ২০২৫

এছাড়াও পড়ুন:

কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ২৮.৪২ শতাংশ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল)) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৫৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৩৯ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.১৬ টাকা বা ৩৪.২২ শতাংশ।

এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১.৪৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮.৯০ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.৫৩ টাকা বা ২৮.৪২ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.৫৭ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • বাংলাদেশ বিজ্ঞান একাডেমির বৃত্তি, পাবে নবম থেকে দ্বাদশের শিক্ষার্থীরা
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে মাস্টার্স, মেয়াদ এক বছর
  • আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৫ দিন
  • জয়পুরহাটে পুকুর নিয়ে প্রভাবশালীদের সঙ্গে গুচ্ছগ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব
  • রুয়েটে ভর্তি পরীক্ষা: তৃতীয় ধাপে ১৬৬৯ থেকে ২৩০০ মেধাক্রমের শিক্ষার্থীদের ডাক
  • সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ